শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এবার কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপির BLA নিভাস দাসের দাবি, মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় BLO-র সঙ্গে তিনি বাড়ি বাড়ি গিয়েছিলেন। অভিযোগ, তখনই তৃণমূলের লোকজন তাঁকে মারধর করে জুতোর মালা পরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

Continues below advertisement

পশ্চিমবঙ্গে সবে শুরু হয়েছে এসআইআর। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় শাসক দলের বিএলএ- দের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। কোচবিহারে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলএ হয়ে কাজ করছিলেন নিহার দাস। বিজেপি- র বিএলএ ২ তিনি। বিএলও- র সঙ্গে কাজ করতে গিয়ে একটি বাড়িতে তিনি যখন ফর্ম ফিলআপে সাহায্য করছিলেন, তখন তাঁর উপর স্থানীয় তৃণমূলের কয়েকজন চড়াও হয় বলে অভিযোগ। বিএলএ- র অভিযোগ তাঁকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। গলায় জুতোর মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল মাথাভাঙাতেও বিজেপি- র এক বিএলও ২-কে এলাকা বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। নতুন করে এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। 

এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র

Continues below advertisement

গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে যান BLO। তৃণমূল ও বিজেপি দুই দলের BLA-রা উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ বিজেপির BLA-কে মারধর করে তৃণমূলের BLA। দিনভর সেই নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। রাতে ফের সংঘর্ষ বাধে, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতি ও তাঁর অনুগামীদের মারপিট হয় বলে অভিযোগ। দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। পাত্রসায়র থানার হাট কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছে ঘাসফুল শিবির।