কলকাতা : বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এরইমধ্য়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।'
বছর পেরোলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোট। এদিকে গত কয়েক মাসে ইতিমধ্যেই সামনে এসেছে ভুরিভুরি ভুয়ো ভোটার। একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড থেকে শুরু করে মৃত ব্যক্তির ভোটার কার্ড তালিকায় জ্বলজ্বল করছে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এদিন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'প্রথমে যেটা হল, গত ৬ মাসে এত মৃত লোক কী করে পাওয়া গেল ? এটার জবাব আমি প্রথমে বলেছি। ২০ বছরে যখন এটা নর্মাল রিভিশন হয়, তখন ঘরে ঘরে গিয়ে ফর্ম দেওয়া হয় না। মূলত এই জন্যই, অনেকবারই এমন হয়েছে, যখন ঘরে কারও মৃত্যু হয়, তখন সেই তথ্য, BLO এর কাছে কী করে আসবে ? ওনাকে যদি মৃতের পরিবার নাই জানায়, BLO কাছে (তথ্য) আসা সম্ভব নয়। এই জন্য বাইশ লাখের মৃত্যু গত মাসে মৃত্যু হয়নি। এরা সেই মৃত ব্যক্তি (মৃত ভোটার), যারা রেকর্ড লিস্টের বাইরে পড়ে গিয়েছে।.. কিন্তু এখন ফর্ম ফিলাপের মধ্য দিয়ে সেই সত্য সামনে উঠে এসেছে।'বঙ্গে SIR ইস্যু মুখ্য় নির্বাচন কমিশনারের বার্তা ,' পশ্চিমবঙ্গে SIR-এর তারিখ নিয়ে যে প্রশ্ন, আমরা ৩ জন কমিশনার সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।'
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এটা তো সারা দেশেই SIR হবে। এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্য়ুঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। SIR হবে। বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে SIR হবে। পশ্চিমবঙ্গের মানুষ SIR চায়। পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়। পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। আরেকটা ১৬ অগাস্ট চায় না।সুতরাং এখানে হবে। যে বাধা দেবে সে থাকবে না। আর বাধা এরা দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল। ৪ কোটি ৮৬ লক্ষ মোট ভোটারের মধ্যে বিশেষ সংশোধনের পর প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম বাদ যায়। এবার কী হবে? সেদিকেই এখন সবার নজর।