রুমা পাল, কলকাতা : ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যাঁরা BLO-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও কমিশনের অ্যাপ ECINET-এ মিলবে এই ফর্ম। 

Continues below advertisement

এমনিতে এনুমারেশন ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও- রা। অফলাইনেই এতদিন চলছিল কাজ। তবে কবে অনলাইন শুরু হবে তা নিয়ে প্রশ্ন আসছিল। এবার অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার পদ্ধতি শুরু হয়েছে। অনেকেই হয়তো বিএলও- দের থেকে ফর্ম নিতে পারছেন না। তাঁরা এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন। পোর্টালেই দেওয়া থাকবে যাবতীয় তথ্য। সেগুলি অনুসরণ করেই ধাপে ধাপে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন আগ্রহীরা। এতদিন ধরে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কবে অনলাইন প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছিল দ্রুতই এই পরিষেবা চালু হবে। এবার অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। 

এদিকে দিকে দিকে বিএলও- দের এনুমারেশন ফর্ম বিলি করাকে কেন্দ্র করে উঠছে অনেক অভিযোগ। কোথাও বিএলও- রা আক্রান্ত হচ্ছেন। কোথাও আবার তাঁদের বিরুদ্ধেই উঠছে সঠিক ভাবে ফর্ম বিলি না করার অভিযোগ। অনেক জায়গা থেকেই এমন অভিযোগ উঠে এসেছে যে বিএলও ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন না। কখনও চায়ের দোকান বসেই বিলি করছেন ফর্ম। কখনও বা জায়গা বদলে হচ্ছে অন্য কোথাও। 

Continues below advertisement

দত্তপুকুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ খোদ বিএলও- র বিরুদ্ধে 

দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ BLO-র বিরুদ্ধে। ICDS কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল। গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়। অসন্তোষের মুখে পড়ে পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন BLO, ICDS -কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার।