পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কেউ এলাকার সব ভোটারের এনুমারেশন ফর্ম পাননি। কারও আবার ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে। SIR-এর কাজ করতে গিয়ে এরকমই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোনও কোনও BLO-কে। 

Continues below advertisement

তিন দিন হল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। SIR-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই BLO-দের। কিন্তু তাঁদের কেউ কেউ সমস্যাতেও পড়ছেন, কোথাও সমস্যা পর্যাপ্ত এনুমারেশন ফর্ম না থাকা নিয়ে, কোথাও সমস্যা হচ্ছে ঠিকানা খুঁজে পেতে। 

যেমন, কসবা বিধানসভার ১৭৬ নম্বর পার্টের BLO অমিতাভ বসু। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের থেকে তিনি এলাকার সব ভোটারের এনুমারেশন ফর্ম পাননি। ফলে, ভোটারদের বাড়িতে গেলে তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

Continues below advertisement

কসবা বিধানসভা কেন্দ্র-এর BLO অমিতাভ বসু বলেন, 'কসবার কোনও জায়গায় যাচ্ছি, বাবারটা পেয়েছি, ছেলেরটা পাইনি, ফলে এক বাড়িতে একাধিকবার যেতে হবে, কারণ ৩০০ সিরিয়াল নম্বর অবধি ফর্ম পেয়েছি। নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।' 

অনেক BLO-কে আবার ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে। কসবা বিধানসভা কেন্দ্রের BLO বলেন, 'আমরা তো এখানকার নয়, ঠিকানা নিয়ে সমস্যা হচ্ছে, BLA-রা ঠিক করে দিচ্ছেন...' এই সব সমস্যা কবে মেটে এখন সেদিকেই তাকিয়ে এই BLO-রা।

এবার কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।পুলিশ গিয়ে উদ্ধার করল তাঁকে। যদিও ঘটনার সঙ্গে দলের যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। 

বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর ২০০ কলোনিতে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল BLO-র বিরুদ্ধে। অভিযোগ, BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী ও তাঁর অনুগামীরাও। অভিযোগ অস্বীকার করেছেন BLO এবং উপপ্রধানের স্বামী। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন বিজেপির BLA। 

দুয়ারে BLO নয়, রাস্তায় BLO। খাস কলকাতায় বালিগঞ্জ বিধানসভার অধীনে বেলতলা রোডে দেখা গেল এমনই ছবি! রাস্তায় টেবিল চেয়ার পেতে কার্যত ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি করলেন BLO। ফর্ম নিতে লম্বা লাইন দেখা গেল এলাকাবাসীর। BLO-র সাফাই, ঘিঞ্জি এলাকা হওয়ায় ক্যাম্প করে ফর্ম বিলি করেছেন। BLO-কে সমর্থন করেছেন তিন রাজনৈতিক দলের BLA।