সুনীত হালদার, হাওড়া : ফের শাসকের BLO মার্কিং! তৃণমূলের SIR সহায়তা শিবিরেই ফর্ম বিলি? হাওড়ার উনসানির সর্দার পাড়ায় বিতর্কে দায়িত্বপ্রাপ্ত BLO। সর্দার পাড়ায় তৃণমূলের উদ্যোগে SIR সহায়তা ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই ফর্ম বিলির অভিযোগ BLO-র। ফর্ম বিলির সময় শুধু তৃণমূলের BLA ছিলেন, অভিযোগ স্থানীয়দের একাংশের। বিলি নয়, ফর্ম বাছাই করছিলেন, দাবি BLO শেখ খাজা খাইরুল ইসলামের। কয়েকজনের বাড়ি যান BLO, বাসিন্দারাই সহায়তা কেন্দ্রে বসতে বলেন, দাবি তৃণমূলের। সহায়তা কেন্দ্র থেকে অনেকে ফর্ম চেয়ে নিয়ে যান, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
দক্ষিণ হাওড়া বিধানসভার ২ নম্বর বুথে উনসানি এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ক্লাব থেকে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে বিএলও- র বিরুদ্ধে। এই ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবির, এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির - এইসব বড় বড় ব্যানার টাঙানো ছিল। সেইসব ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। কীভাবে এরকম সহায়তা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র থেকে এনুমারেশন ফর্ম দেওয়া হতে পারে? উঠছে প্রশ্ন। তবে বিএলও- র দাবি, এলাকাবাসীর সুবিধার জন্যই তিনি ওই জায়গায় বসেছিলেন, যাতে সেখানে এসে সকলে এনুমারেশন ফর্ম নিয়ে যেতে পারেন।
জানা গিয়েছে, বিএলও স্থানীয় কয়েকটি বাড়িতে গিয়েছিলেন। এই এলাকা ঘনবসতিপূর্ণ। বিএলও- র দাবি এলাকার লোকেরাই তাঁকে ওই ক্যাম্পে বসতে বলেন। সেখান থেকে ৫০টি মতো এনুমারেশন ফর্ম বিলি করেছেন বলেও জানিয়েছেন এই বিএলও। তাঁর সঙ্গে কেবলমাত্র ছিলেন শাসক দলের বিএলএ। স্থানীয় বাসিন্দাদের যাতে সুবিধা হয়, সেই জন্যই এই ক্যাম্পে আসতে বলা হয়েছিল সকলকে। সেখান থেকেই পাওয়া যাবে এনুমারেশন ফর্ম। এমনটাই বলা হয়। তবে বিজেপির অভিযোগ, বিএলও- দের ঘিরে রাখছে তৃণমূলের বিএলএ- রা। এমনকি বাড়ি বাড়ি যাওয়ার সময়েও বিএলও- দের কার্যত পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বিএলএ- রা। এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানিয়েছে বিজেপি।
অন্যদিকে, নিউ আলিপুরের সাহাপুরে স্কুলে ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। বিতর্কে বিএলও-রা। যদিও তাঁদের দাবি, বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করা হচ্ছে। তবে এলাকাবাসীর অনেকে অনুরোধ করায়, কয়েকজন এই ক্যাম্প থেকে ফর্ম তুলেছেন।