সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়,কলকাতা: এবার SIR-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'ভোটার তালিকায় নাম থাকলে তাঁকে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এনুমারেশন ফর্ম জমা দিলে তবেই নাম উঠবে।এনুমারেশন ফর্ম জমা না দিলে তালিকায় নাম উঠবে না। ২০২৪ বা '২৫-এ যিনি ভোট দিয়েছেন, তাঁর ভোটাধিকার কেন থাকবে না? প্রশ্ন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের (Kalyan Banerjee)।

Continues below advertisement

আরও পড়ুন, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ 'আমরা-ওরা' ! কী দাবি দাবি গেরুয়া শিবিরের ?

Continues below advertisement

কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্য়াণের

তৃণমূল সাংসদ  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা আমি নিজে করব, আমি দেখে নেব। শুরু হওয়ার আগে থেকেই ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR-এর তীব্র বিরোধিতা করছে তৃণমূল।ভোট যত এগিয়ে আসছে SIR-নিয়ে ততই বাড়ছে শাসক-বিরোধী সংঘাত।এই প্রেক্ষাপটে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার শ্রীরামপুরে SIR-সংক্রান্ত তৃণমূলের সহায়তা ক্য়াম্প থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি।

'একটা ভোটারের নাম কাটতে দেব না। দেখে নেব আমরা, কোনও মুসলিম ভোটারের নাম কাটতে দেব না' তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আন্দোলন তো যা হওয়ার হবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা আমি নিজে করব, আমি দেখে নেব। দেখে নেব। নির্বাচন কমিশনকে দেখে নেব, বিজেপি, নরেন্দ্র মোদিকে দেখে নেব। রাজনৈতিকভাবে,আইনগতভাবে দেখে নেব। একটা ভোটারের নাম কাটতে দেব না। দেখে নেব আমরা। কোনও মুসলিম ভোটারের নাম কাটতে দেব না। বিজেপি যতই চক্রান্ত করুক না কেন। তারা ভারতের নাগরিক। তাদের জন্য় ভারতের স্বাধীনতা , সমস্ত ধর্মের মানুষের জন্য় হয়েছে। আর বাঙালদের তাড়ানোর চেষ্টা করছে যারা '৭১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে এসেছে। এসব হয় নাকি? 

'পশ্চিমবঙ্গে আজকে বাঙাল আর ঘটির লড়াই নয়,  লড়াইটা সবাই মিলে সমন্বিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে'

এখানেই শেষ নয়, তৃণমূল সাংসদের ভবিষ্য়দ্বাণী, বিজেপি SIR-কে সমর্থন করলেও,শেষে বিজেপির উপরই 'ব্য়াক ফায়ার' করবে তা। তৃণমূল কংগ্রেস সাংসদ  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' পশ্চিমবঙ্গে আজকে বাঙাল আর ঘটির লড়াই নয়। মোহনবাগান আর ইস্টবেঙ্গলের লড়াই নয়। লড়াইটা সবাই মিলে সমন্বিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এই যে SIR করা হচ্ছে না, শেষে দেখবেন এই SIR বিজেপির ব্য়াক ফায়ার হয়ে গেছে  আগামী নির্বাচনে।' বঙ্গে শীতের আমেজ পড়লেও, SIR-নিয়ে শাসক-বিরোধী তরজার জেরে উত্তপ্ত রাজ্য় রাজনীতি।