বিটন চক্রবর্তী, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর : কোলাঘাট ব্লকের চল্লিশ নম্বর বুথের BLO, তৃণমূল কংগ্রেসের BLA ! কোলাঘাট ব্লকের বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের বিজেপির। কোলাঘাট ব্লকের ওই BLO-র নাম শীতল মণ্ডল। 'আইন জানা নেই, তাই না জেনে সই করেছি, নাম সরানোর জন্য কোলাঘাট ব্লকের তৃণমূল নেতৃত্বকে লিখিত জানিয়েছিলাম', দাবি BLO-র। 'ভুলবশত এটা হয়ে গেছে', বিতর্কের মাঝে সাফাই অভিযুক্ত BLO-র। বিতর্কের মুখে বিএলও পদ থেকে শীতল মণ্ডলকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 

Continues below advertisement

তৃণমূলের BLA 2-ই বুথ লেভেল অফিসারের দায়িত্বে! চাঞ্চল্য়কর এই ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের। এই প্রেক্ষাপটে, BLO পদ থেকে তাঁকে অপসারণের দাবিতে কোলাঘাটের BDO-কে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, ঘটনা জানার পরই BLA-2 র দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়া হয়েছে তাঁকে। অন্য়দিকে বিতর্কের মুখে সাফাই শোনা গেছে BLO-র গলায়। 

যিনি BLO, তিনিই আবার তৃণমূলের BLA ! SIR-আবহে এমনই চাঞ্চল্য়কর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। শীতল মণ্ডল পেশায় মানুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি কোলাঘাটের খন্য়াডিহি গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের BLO। কিন্তু অদভুত বিষয়, শুধু BLO নয় SIR-এর কাজে তিনিই আবার তৃণমূলের BLA-2। এই প্রেক্ষাপটে, BLO পদ থেকে তাঁকে অপসারণের দাবিতে কোলাঘাটের BDO-কে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, ঘটনা জানার পরই BLA-2 র দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়া হয়েছে শীতল মণ্ডলকে। SIR শুরুর পর থেকেই BLO-দের উপর তৃণমূলের প্রভাবের অভিযোগ তুলেছে বিজেপি। এই প্রেক্ষাপটে তৃণমূলের BLA, BLO দায়িত্ব পাওয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। 

Continues below advertisement

হাওড়াতেও বিএলও- র বিরুদ্ধে উঠেছে প্রচুর অভিযোগ 

ফের শাসকের BLO মার্কিং! তৃণমূলের SIR সহায়তা শিবিরেই ফর্ম বিলি? হাওড়ার উনসানির সর্দার পাড়ায় বিতর্কে দায়িত্বপ্রাপ্ত BLO। সর্দার পাড়ায় তৃণমূলের উদ্যোগে SIR সহায়তা ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই ফর্ম বিলির অভিযোগ BLO-র। ফর্ম বিলির সময় শুধু তৃণমূলের BLA ছিলেন, অভিযোগ স্থানীয়দের একাংশের। বিলি নয়, ফর্ম বাছাই করছিলেন, দাবি BLO শেখ খাজা খাইরুল ইসলামের। কয়েকজনের বাড়ি যান BLO, বাসিন্দারাই সহায়তা কেন্দ্রে বসতে বলেন, দাবি তৃণমূলের। সহায়তা কেন্দ্র থেকে অনেকে ফর্ম চেয়ে নিয়ে যান, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দক্ষিণ হাওড়া বিধানসভার ২ নম্বর বুথে উনসানি এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ক্লাব থেকে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে বিএলও- র বিরুদ্ধে। তবে বিএলও- র দাবি, এলাকাবাসীর সুবিধার জন্যই তিনি ওই জায়গায় বসেছিলেন, যাতে সেখানে এসে সকলে এনুমারেশন ফর্ম নিয়ে যেতে পারেন।