অর্ণব মুখোপাধ্য়ায়,কলকাতা : খাস কলকাতায় স্কুলে বসে ফর্ম বিলির অভিযোগ BLO-দের বিরুদ্ধে। বাড়িতে না গিয়ে স্কুলেই ফর্ম বিলির অভিযোগ ঘিরে তোলপাড় । এলাকাবাসীর অনুরোধেই স্কুলে ফর্ম বিলি, দাবি BLO-দের। BLO-দের প্রভাবিত করছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার শাসক দল তৃণমূল কংগ্রেসের। 

Continues below advertisement

 

আরও পড়ুন, '..এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল',  'নন্দীগ্রাম দিবস'-এ তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর 

Continues below advertisement

খাস কলকাতায় স্কুলে বসে বিএলও-দের বিরুদ্ধে ফর্ম বিলির অভিযোগ উঠল। ঘটনাস্থল নিউ আলিপুরের সাহাপুর। যদিও, বিএলও-দের দাবি, বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হচ্ছে। এলাকাবাসীর অনুরোধেই এই বন্দোবস্ত। এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নিউ আলিপুরের সাহাপুর বাসিন্দা  শিখা মজুমদার বলেন, আমার বাড়িতে যায়নি। ফর্ম নিতে এসেছি। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে!

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলও-রা! কিন্তু, তার মধ্যে কোথাও চায়ের দোকানে কোথাও রাস্তায় টেবিল পেতে, কোথাও আবার কখনও বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। আর এবার, খাস কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে সরকারি প্রাথমিক স্কুলে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলও-দের বিরুদ্ধে।  নিউ আলিপুরের সাহাপুরের বাসিন্দা   অমলকুমার ঘোষ বলেন, আমার ফর্ম ফিলাপ করার জন্য আমি এসেছি।  এখানে এসেছি, কে BLO আমি চিনি না। নিউ আলিপুরের সাহাপুরের বাসিন্দা মানসী কবি বলেন, এখানে তো সবাই ফর্ম নিচ্ছে। প্রত্য়েকেই ফর্ম নিচ্ছে। আমরা ফর্ম নেবার জন্যই এসেছি। যদিও BLO-দের অবশ্য দাবি, বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। অনেকে বাড়িতে না থাকায়, তাঁদের অনুরোধেই এই বন্দোবস্ত। BLO  দেবশ্রী মুখোপাধ্য়ায় বলেছেন, কিছু লোক ফ্ল্য়াট বন্ধ করে অন্যত্র থাকে তাঁরা আমাদের নিজে থেকেই ফোন করেছে। ফোন করে তাঁরা বলছে আমরা এখান থেকে নিয়ে যাব। ওরা বলছে আপনি এখানে বসুন তাহলে আমাদের সুবিধা হবে। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, রোজ যাচ্ছি এবং আপলোড করছি। BLO পাপিয়া দে বলেন, আমরা কেউ দিচ্ছি না। আমরা ঘুরে এসেছি। ধরুন আমি যে বাড়িতে গেছি, পাশের বাড়ির সে চলে এসেছে। আমি তো একসঙ্গে পুরোটা নিয়ে যেতে পারছি না। এবারে উনি চলে এসেছেন। তখন আবার আমিএসে নিয়ে দিতে যাচ্ছি। 'এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে BLO-দের প্রভাবিত করার অভিযোগ করেছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক  আশুতোষ চট্টোপাধ্য়ায় বলেন, এখানে BLO- তিনটে ভাগে এখানে সাহাপুরে ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি না গিয়ে স্কুলের ভেতর থেকে। অদ্ভুত লাগছে এগুলো। নির্বাচন কমিশন বলে দেয়নি এগুলো করতে। স্থানীয় কোনও শাসকদলের চাপে এগুলো হচ্ছে কি না বিভিন্ন জায়গায় একই খবর আসছে।  যা পদ্ধতি আমরা সমস্ত করব।' যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস BLA অমল দাস বলেন, সবাই বাড়িতে গিয়েছিল। যেহেতু কাজের সময় সবাই ছিল না তো অনেকে ফোন করে আসছে। যেহেতু এখানে ফ্ল্য়াটবাড়ি, চারতলা, পাঁচতলা উঠতে পারছেন না উনি একটু অসুস্থ হয়ে আছেন তার জন্যই অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে এনুমারেশন ফর্ম বিলি ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে।