Bengal SIR : বাংলায় শুরু হয়েছে SIR. সাধারণ মানুষের যাতে এই SIR নিয়ে যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই জন্য তৎপর জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি তাদের তরফে জানানো হয়েছে আগামী ৪ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম বিরতণ এবং সংগ্রহের কাজ শুরু হবে। এই কাজ চলবে আগামী ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। এই গণনা পর্বে অর্থাৎ এনুমারেশন ফেজ- এ (৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত) গণনা ফর্ম পূরণ করতে হবে। আর এই এনুমারেশন ফর্ম পূরণের পর তা সই করে জমা দিতে হবে। এই ফর্ম জমা করলে তারপরেই নাম উঠবে খসড়া ভোটার তালিকায়। এই এনুমারেশন ফেজ- এ কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় নির্বাচন কমিশন আরও জানিয়েছে, শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিস জারি হলে, সেই অনুযায়ী গণনা ফর্মে (Enumeration Form) উল্লিখিত যে কোনও নথি জমা করার প্রয়োজনীয়তা রয়েছে। 

Continues below advertisement

অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নাগরিকরা ১৯৫০ (1950) এই ভোটার হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারবেন। এই নম্বরের সাহায্যে BLO- দের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। যাবতীয় প্রশ্ন করা যাবে তাঁদের। পাওয়া যাবে উত্তরও। এই পরিষেবার নাম Book-a-Call with BLO. নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং অভিযোগের সমাধান হবে এই ভোটার হেল্পলাইন নম্বরে ফোন করলে। নিজের বুথের নির্দিষ্ট বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভোটাররা। পশ্চিমবঙ্গে চালু হয়েছে SIR. আর তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রচুর প্রশ্ন। আমজনতা যাতে তাঁদের সমস্ত প্রশ্নের সঠিক জবাব পান, তার জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। 

Continues below advertisement

এর পাশাপাশি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সেন্ট্রাল হেল্পলাইন হিসেবে কাজ করবে ন্যাশনাল কনট্যাক্ট সেন্টার (NCC)। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে টোল ফ্রি নম্বর ১৮০০-১১-১৯৫০ (1800-11-1950). প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকরা এই টোল ফ্রি নম্বরে আসা সমস্ত ফোন ধরবেন। ভোট সংক্রান্ত যাবতীয় প্রশ্ন, অভিযোগ শুনবেন তাঁরা। সমাধানের পথও বলে দেবেন। নির্বাচন কমিশন (ECI) এই জাতীয় ভোটার হেল্পলাইন এবং তার পাশাপাশি ৩৬টি রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করেছে সাধারণ মানুষের সমস্ত প্রশ্ন এবং অভিযোগ শোনার জন্য।