মুম্বই: মুম্বইয়ের RA স্টুডিও থেকে উদ্ধার করা হয়েছে পণবন্দি শিশুদের।ঘণ্টা দুয়েকের টানাপোড়েনের পর অবশেষে পণবন্দি শিশুদের উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের।  

Continues below advertisement

আরও পড়ুন, নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের, শুভেন্দু বললেন, 'দিল্লি পুলিশের লাঠির সাইজ ৬ ফুট'

Continues below advertisement

সাংবাদিকদের ফোনেই পণবন্দি করার ভিডিও পাঠায় অভিযুক্ত

মূলত দুপুরে হঠাৎ মুম্বইয়ের পওয়াইয়ের স্টুডিওয় আচমকাই চড়াও হয়,স্টুডিওয় ঢুকে একাধিক শিশুকে পণবন্দি করে অভিযুক্ত।ইতিমধ্যেই পণবন্দি শিশুদের উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তর মানসিক সমস্যা রয়েছে, বলে অনুমান পুলিশের। শিশুদের পণবন্দি করার পর ভিডিও বার্তা পাঠায় ওই ব্যক্তি-'আমি কিছু প্রশ্নের উত্তর চাই'। সাংবাদিকদের ফোনেই পণবন্দি করার ভিডিও পাঠায় সে। পরে পুলিশ স্টুডিওয় ঢুকে শিশুদের উদ্ধার করে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ওয়েবসিরিজের অডিশন

জানা গিয়েছে, গত ৬ দিন ধরে একটি ওয়েবসিরিজের অডিশন চলছিল। প্রথমে তিনদিনের অডিশন ছিল। পরে সেই তারিখ বাড়িয়ে দেওয়া হয়। এদিন যখন অডিশন চলছিল, যেখানে ১৭ জন শিশু স্টুডিও এর ভিতরে ছিল, পাশাপাশি দুজনের মা-বাবাও উপস্থিত ছিলেন ভিতরে। সবমিলিয়ে ১৯ জন ছিলেন। ঠিক সেইসময় দুপুরে, যখন শিশুরা খাবার খাওয়ার জন্য বাইরে আসছিল না, এবং কাচের ভিতর থেকে কিছু ইশারা করছিল, তখন প্রথম সন্দেহ হয়। ভিতরে নিশ্চয় কিছু গন্ডোগোল হয়েছে। আর কিছুটা সময় পরে যখন পুলিশ এসে পৌঁছয়, তখন সবাই জানতে পারেন, যে রোহিত নামের এক ব্যক্তি শিশুদের পণ বন্দি করে নিয়েছে !

'শিশুদের প্রাণ সংশয়'

তবে ওই অভিযুক্ত বাচ্চাদের পণবন্দি করেই থেমে থাকেনি, ওই মুহূর্তের একটি ভিডিও শ্যুট করে ভাইরাল করে দিয়েছে। ওই ভিডিওবার্তা তিনি জানান, অভিযুক্ত আত্মহত্যা করতে চাইছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত নেয় যে সে, শিশুদের পণবন্দি করবে। আর যদি পুলিশ কোনও রকম বলপূর্বক কাজ করে, তাহলে ওই স্টুডিওতে সে আগুন লাগিয়ে দেবে ! অর্থাৎ ওই শিশুদের প্রাণ সংশয় রয়েছে। এরকম পরিস্থিতি গোটা স্টুডিও নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং অ্যাকশন শুরু করে পুলিশ। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)