রানা দাস, পূর্ব বর্ধমান : বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায়। এমন গুরুতর অভিযোগ উঠল কালনার কল্যাণপুর পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে। অভিযোগ, BLO পীযূষ মুর্মু তৃণমূলের বুথ সভাপতি আরতি মিত্রর বাড়ির পাশে বসে ফর্ম বিলি করছিলেন। অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন ওই BLO।
যদিও BLO পীযূষ মুর্মুর দাবি, অন্ধকার হয়ে যাওয়ায় গ্রামের সব বাড়িতে যেতে পারছিলেন না তিনি। একটা ফাঁকা জায়গা দেখে বসে তিনি ফর্ম সাজিয়ে রাখছিলেন। কাউকে ফর্ম বিলি করেননি। অন্যদিকে তৃণমূলের বুথ সভাপতির দাবি, অন্ধকারে গ্রামের সব বাড়িতে যেতে পারছিলেন বিএলও। তাই তাঁকে ফর্ম, কাগজপত্র দেওয়া হয়েছিল। কুপন সিস্টেম করা হয়েছিল। সেখান থেকে এসে সকলে এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। পরে ফর্ম বাড়ি থেকে সংগ্রহ করা হতো। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছ এলাকায়। মহকুমা শাসকের তরফে তদন্ত করতে বলা হয়। সেখানেও জিজ্ঞাসাবাদ করা হলে বিএলও একই কথা বলেন।
বিএলও- র বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে দত্তপুকুরেও
ত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে BLO-র বিরুদ্ধে। ICDS কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল, গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়। অসন্তোষের মুখে পড়ে, পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন BLO, তবে ICDS -কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার।
আইসিডিএস কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ যে বিএলও- র বিরুদ্ধে উঠেছে, সেই ব্যক্তিওর্থাত মধুসূদন মণ্ডল বলছেন, এমন কোনও কাজ তিনি করেননি। বরং তিনি জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিয়েছেন। গতকাল আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম 'সর্টিং'- এর কাজ করছিলেন তিনি। একসঙ্গে বোঝাই করা অনেক ফর্ম থাকে। সেগুলি টেনে বের করতে অসুবিধা হয়। হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এইসব অসুবিধা এড়ানোর জন্য আগে থেকে ফর্ম বাছাই করে রাখছিলেন তিনি। যাতে বাড়ি বাড়ি গিয়ে বিলি করার সময় কোনও প্রকার সমস্যা না হয়। সেই সময় গ্রামবাসীদের কয়েকজন ওই আইসিডিএস কেন্দ্রে ঢুকে আসেন। বলতে থাকেন যে বিএলও কেন ওখানে বসে ফর্ম বিলি করছেন।