Bengal SIR Row: SIR শুনানিতে চক্রান্তের অভিযোগ খোদ বিধায়কের। বরানগর উচ্চ বিদ্যালয়ে BLO-র সঙ্গে কথা বরানগরের তৃণমূল বিধায়কের। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে অভিযোগ জানান বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশও করেন সায়ন্তিকা। বরানগর উচ্চ বিদ্যালয়ে BLO-র সঙ্গে কথা বলার সময় বিধায়ক সায়ন্তিকা বলেন, 'বিএলও- র অনুপস্থিতিতে কিন্তু কোনও হিয়ারিং হবে না। এটা কিন্তু দেখতে হবে। বিএলও না থাকলে সেই সময় হিয়ারিং বন্ধ করতে হবে। এইআরও তো শুধু ডকুমেন্ট চেক করবেন। বাকিটা তো বিএলও বলবেন।' 

Continues below advertisement

এদিন আধিকারিকের সঙ্গে ফোনে কথা হয় সায়ন্তিকার। তারপর বেশ ক্ষোভের সঙ্গেই বরানগরের বিধায়ক বলেন, 'খারাপ লাগছে। যদি চক্রান্তই হয়, তাহলে আমার ১৯ হাজার ভোটার, যাঁরা আনম্যাপড রয়েছেন, তাঁদের সবকটা নাম তুলে নিক, নাহলে বাদ দিয়ে দিক। হ্যারাস করার কোনও মানে হয় না। অবশ্যই সবারই থাকার দরকার রয়েছে। বিএলও- দের ইস্যু হচ্ছে। বিএলও- দের কাছে নির্দিষ্ট কোনও ডিরেকশন নেই। ইআরও সাহেবের সঙ্গে আমার ফোনে কথা হল। উনি বলছেন ওনার কাছে ভার্বাল ডিরেকশন আছে। ৮০-৮৫- র উপর যাঁদের বয়স, তাঁরা কীভাবে হিয়ারিং- এ যাবেন? তাঁদের কি প্রসিডিওর আছে, কেউ কিছু জানে না। কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন টাইমিং স্লট - সেগুলো আমাদের কাছে নেই। আমরা আমাদের ভোটারদেরকে তাঁদের নাম তোলানোর জন্য হিয়ারিং ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারছি না। এতই যদি জোরজার করে নির্বাচন কমিশনকে করতে হয়, তাহলে নয় বলে দিক হিয়ারিং- এর দরকার নেই, ১৯ হাজার নাম বাদ দিয়ে দিক, তখন আমরাও আমাদের রাস্তাটা বুঝে নেব।' 

খসড়া তালিকা প্রকাশের ১১ দিনের মাথায়, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR-শুনানি। SIR প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দেড় মাস পর, গত ১৬ ডিসেম্বর, পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের দাবি, মোট ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের দেওয়া তথ্যে ধরা পড়েছে অসঙ্গতি। কমিশন জানিয়েছে, আনমাপিং, নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা-সহ মোট ৭ প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। এর মধ্যে বাবা-মায়ের সঙ্গে সন্তানের এবং দাদু-দিদার সঙ্গে নাতি-নাতনির বয়সের অস্বাভাবিক পার্থক্য, একজনের নামের সঙ্গে ৬ জনের বেশি নামের ম্যাপিং জাতীয় বড়সড় অসঙ্গতির ক্ষেত্রে নথি নিয়ে SIR শুনানিতে হাজির হতে বলা হচ্ছে। কমিশন জানিয়েছে, ছোটখাটো ভুলগুলির সমাধান করা যাবে সংশ্লিষ্ট বুথের BLO-র মাধ্যমেই। SIR শুনানি শুরুর আগেই BLO-দের কমিশন নির্দেশ দেয় সামান্য ভুল ত্রুটি গুলি আবেদনকারীদের কাছ থেকে নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে। যাতে এই সংক্রান্ত ভুলগুলির জন্য শুনানিতে না যেতে হয়। এর জন্য নতুন ফিচারও যুক্ত করা হয়েছে BLO-অ্যাপে । গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে সামান্য ভুলের জন্যও অনেকে শুনানিতে এসেছেন। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন করে BLO-দের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায়। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে SIR-এর শুনানি পর্ব। ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 

Continues below advertisement