সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির BLA! তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ জগদ্দলের আতপুরের ১২৪ নম্বর বুথে। বিজেপির BLA হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। এদিকে নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্য়াম্প অফিসে। 'আগে বিজেপি করতাম, কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে BLA মনোনীত করেছে, সেটা জানি না', চাঞ্চল্যকর দাবি ১২৪ নম্বর বুথের BJP-র BLA নিখিল দাসের। বিজেপির লোক নেই তাই তৃণমূল কর্মীদেরই BLA করতে হচ্ছে, কটাক্ষ তৃণমূলের। ভয় দেখিয়ে বিজেপি কর্মীকে তৃণমূল বলে পরিচয় দেওয়া হচ্ছে, পাল্টা তোপ বিজেপির। 

Continues below advertisement

২১ নম্বর ওয়ার্ড ভাটপাড়া পুরসভার আতপুর ১২৪ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। নিখিল দাসের নাম বিজেপির বিএলএ তালিকায়। ২০১৯ সাল থেকে নিখিল দাস সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। সেই সময় অর্জুন সিং তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। চূড়ান্ত পর্যায়ের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া পুরসভা এলাকায়। সেই সময় থেকেই তৃণমূলে রয়েছেন নিখিল দাস। কোনওভাবেই বিজেপিতে যোগ দেননি। অথচ আশ্চর্যজনক ভাবে নিখিল দাসের নাম রয়েছে বিজেপির বিএলএ- র তালিকায়। 

বিজেপি'র অভিযোগ, বিএলএ- এর নামের তালিকা তৈরি করার আগে নিখিল দাস নিজে থেকে ছবি দিয়েছেন, সই করেছেন, বলেছেন বিএলএ ২- এর কাজ করবেন। এখন তাঁকে ভয় দেখানো হচ্ছে। তাই তিনি শাসকদলের শেখানো কথা বলছেন। এদিকে নিখিল দাসের দাবি, ২০১৯ সাল থেকেই তিনি রয়েছেন তৃণমূলের সঙ্গে। বিজেপির সঙ্গে কোনও যোগ নেই তাঁর। কীভাবে তাঁর নাম বিজেপির বিএলএ- র তালিকায় গেল, তা ভেবেই অবাক হচ্ছেন নিখিল দাস। এই গোটা ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে অভিযোগ তুলেছেন ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের দিকে। শাসক দলের তরফে নিখিল দাসকে ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ তাঁর। সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে নিখিল দাসকে যা শিখিয়ে দিচ্ছেন, তিনি তাই-ই বলছেন, এমনই অভিযোগ প্রিয়াঙ্গু পাণ্ডের। অন্যদিকে নিখিল দাস বারবার দাবি করছেন, তাঁর নাম কীভাবে বিজেপি'র বিএলএ তালিকায় গেল, তা তিনি জানেন না। অথচ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলছেন, নিখিল দাস নিজের তাঁর ছবি দিয়েছিলেন, সই করেছিলেন। তারপরেই বিএলএ২ হিসেবে তাঁর নাম জমা দেওয়া হয়েছে। 

Continues below advertisement