সুনীত হালদার, হাওড়া: SIR শুরু হতেই এবার বাধার মুখে BLO। হাওড়ায় পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় বাসিন্দাদের 'বাধা'। হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথের উত্তেজনা ছড়ায় এদিন। বাসিন্দাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় বুথ লেভেল অফিসারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।
আজকের মতো কাজ অসম্পূর্ণ রেখেই ঘটনাস্থল ছাড়লেন BLO। স্থানীয়দের বক্তব্য, 'যিনি এসেছেন তিনি বিএলও কি না বুঝব কী করে? পরিচয়পত্র না দেখালে আমরা কী করে বিশ্বাস করব?' কমিশন থেকে তাঁদের পরিচয়পত্র দেওয়া হয়নি, দাবি বিএলওর । মোবাইলে কমিশনের দেওয়া চিঠি ও অন্যান্য নথি দেখালেও মানতে চাননি এলাকাবাসী।
শুরু হয়ে গেছে SIR, বাড়ি বাড়ি BLO-রা। SIR নিয়ে হুমকি-হঁশিয়ারির মধ্যেই বাড়ি বাড়ি BLO-রা। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি BLO-রা। গতকালই এনুমারেশন ফর্ম ও কিট সংগ্রহ BLO-দের। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি। ফর্মে লিখতে হবে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, এপিক নম্বর। এনুমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। খসড়া তালিকা নিয়ে আপত্তি থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানানো যাবে। হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি, ২০২৬: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
হুগলির সিঙ্গুরে সাত সকালেই বাড়ি বাড়ি দায়িত্বপ্রাপ্ত BLO। সিঙ্গুর ২ পঞ্চায়েতের ১১২ নম্বর বুথে ভোটারদের বাড়িতে BLO। এনুমারেশন ফর্ম দিয়ে খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন BLO। কীভাবে ফর্ম পূরণ, কী কী নথি দিতে হবে, বোঝাচ্ছেন BLO। দিচ্ছেন নিজের ফোন নম্বর, অসুবিধা হলে ফোন করার পরামর্শ । BLO-কে সাহায্য করতে সঙ্গে রয়েছেন BLA-রা।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এনুমারেশন-পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন বিএলওরা। ফর্ম ফিল আপের পর সেগুলো গ্রহণ করবেন তাঁরা। তারপর যাবতীয় নথি মিলিয়ে দেখা হবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম মেলেনি, তাঁদের নোটিস পাঠানো হবে। কারও কোনও দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।