বিহারের প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার আরজেডি নেতা এবং বিহারের  মহাগঠবন্ধনের  মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সে-রাজ্যের মা-বোনদের জন্য খুলে দিলেন সিন্দুক। ঘোষণা করলেন, ক্ষমতায় এলে মহিলাদের ভাণ্ডার ভরিয়ে দেবেন। বিহারের মা-বোনেরা এককালীন ৩০,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সেই সঙ্গে কৃষকরাও পাবেন অঢেল সুবিধে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের প্রচার এখন শেষ পর্যায়ে।  এক সাংবাদিক বৈঠক থেকে তেজস্বী যাদব এই ঘোষণা করলেন।

Continues below advertisement

বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের প্রতিশ্রুতি, 'আমরা সরকার গঠনের পর, মকর সংক্রান্তিতে (১৪ জানুয়ারি, ২০২৬) আমরা মাই বহিন মান যোজনার আওতায় মহিলাদের অ্যাকাউন্টে পুরো এক বছরের জন্য ৩০,০০০ টাকা জমা করব"। 

আগেই তিনি বিহারের প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এছাড়া বিভিন্ন সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করে দেওয়ার আশ্বাসও দেনতেজস্বী যাদব ৷ যদিও এনিয়ে শাসক এনডিএ-এর কটাক্ষের মুখে পড়েছেন তিনি ৷ 

Continues below advertisement

মাই বহিন মান যোজনায় বোনাঞ্জা         

মাই বহিন মান যোজনা ( Mai Bahin Maan Yojana) আরজেডি এবং কংগ্রেস তাদের যৌথ নির্বাচনী ইশতেহারের ফোকাসে রেখেছে। মহিলাদের ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে  তেজস্বী-শিবির। ঠিক সেই কারণেই নীতীশ-সরকার  উদ্যোক্তা এবং স্ব-কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে জমা করার একদিনের মধ্যেই তেজস্বী এই প্রতিশ্রুতি দিলেন অর্থাৎ একে বারে তিনগুণ টাকার প্রতিশ্রুতি। বিহারের প্রথম দফার ভোটের প্রচারের একেবারে শেষ লপ্তে এসে তেজস্বীর আত্মবিশ্বাসী উক্তি, "জনগণ পরিবর্তনের মেজাজে আছেন'

কৃষকদের ঢালাও বোনাস             

এখানেই শেষ নয়, কৃষকদেরও ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। বলেছেন তাদের সরকার ক্ষমতায় এলে, MSP-র পাশাপাশি প্রতি কুইন্টাল ধানের ফলনের উপর ৩০০ টাকা বোনাস দেবে। আর গমের উপর প্রতি কুইন্টাল ৪০০ টাকা!"           

মহাগঠবন্ধনের  যৌথ ইশতেহারে  সরকারি কর্মচারীদের পুরনো পেনশন প্রকল্প পুনরুদ্ধারের কথার উল্লেখ রয়েছে।  স্বাস্থ্যকর্মীদের তাদের নিজ জেলার ৭০ কিলোমিটারের মধ্যে পোস্টিং দেওয়ার কথাও বলা হয়েছে।  বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর । আজ, মঙ্গলবারই প্রচারের  শেষ দিন।