কলকাতা: সন্ধে প্রায় সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল টাকা গোনা। রাত সাড়ে নটার পরেও শেষ হয়নি সেই কাজ। এখনও চলছে টাকা গোনা। উৎসস্থল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট। এখনও পর্যন্ত সেখান থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে বলে সূত্রের খবর। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি নগদ উদ্ধার হয়েছে। রাত দশটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২০ কোটি উদ্ধার হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত ৪২ কোটি নগদ উদ্ধার হয়েছে।
কীভাবে চলছে টাকা গোনা:
এক একটি মেশিনে মিনিটে হাজারটি করে নোট গোনা হচ্ছে। চারটি মেশিন কাজ করছে, ফলে মিনিটে চার হাজারটি করে নোট গোনা হচ্ছে। ২ হাজার এবং পাঁচশো টাকার নোট উদ্ধার হয়েছে।
খোঁজ মিলেছে সোনারও:
ইডি সূত্রের খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত! উদ্ধার হয়েছে সোনা ও রুপোর কয়েন। উদ্ধার হয়েছে একাধিক দলিল। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে কত টাকা? চলছে কাউন্টিং
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ ? : শুভেন্দু অধিকারী