দুবাই: চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন শিখর ধবন (Shikhar Dhawan)। এই দৌলতেই সদ্য প্রকাশিত আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) ব্যাটারদের তালিকায় এগোলেন শিখর। ধারাবাহিক পারফরম্যান্সের সুফল পেলেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)।
১৩ নম্বরে ধবন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ধবন ৯৯ বলে ৯৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তবে মাত্র তিন রানের জন্য ১৮ নম্বর শতরান হাতছাড়া হয় তার। তবে ম্যাচে ভারতের জয়ের পর দলের স্ট্যান্ড ইন অধিনায়ককেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এবার আইসিসি র্যাঙ্কিংয়েও নিজের পারফরম্যান্সের সুফল পেলেন ভারতীয় ওপেনার। শিখর একধাপ এগিয়ে যুগ্মভাবে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন। এগিয়েছেন আরেক ব্যাটার শ্রেয়স আইয়ারও।
সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনি অর্ধশতরান করেছিলেন। এর সুবাদে তিনি একলাফে ২০ ধাপ এগিয়ে এলেন ব্যাটারদের তালিকায়। শ্রেয়সের বর্তমান ব্যাটিং র্যাঙ্কিং ৫৪। অবশ্য দুই ভারতীয় তারকা র্যাঙ্কিংয়ে এগোলেও, দুই তারকা পিছলেনও বটে। কুইন্টন ডি কক ইংল্যান্ডের বিরুদ্ধে বাতিল তৃতীয় ওয়ান ডেতে ৯২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এর জেরেই তিনি তালিকায় দুই ধাপ এগিয়ে আসলেন। প্রোটিয়া তারকার বর্তমানে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ডি ককের এই এগোনোর ফলেই পিছিয়ে পড়লেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
পিছিয়ে গেলেন কোহলিরা
দুই ভারতীয় তারকাই একধাপ করে পিছিয়ে যথাক্রমে পঞ্চম স্থান ও ষষ্ঠ স্থানে রয়েছেন। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে মাথা ঠান্ডা রেখে ভাল শেষ ওভার করে দলকে জিতিয়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি বোলারদের তালিকায় ১০০ জনের মধ্যে ঢুকে পড়লেন। এছাড়া দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরান করা, ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার শাই হোপ তিন ধাপ এগিয়ে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে উঠে এলেন হোপ।