কলকাতা: রাজ্যে (West Bengal) গতকালের তুলনায় ফের বাড়ল করোনা সংক্রমিতের (Covid19) সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,২৭৩ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২০,৮৮,৯৮৮ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। গতকালের তুলনায় কমল মৃতের সংখ্যা। এদিন রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২,৪৬১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮,০২ শতাংশ। 






দেশের করোনা গ্রাফ: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৩০।  গত ২৪ ঘণ্টায় দেসে মৃত্যু হয়েছে ৫৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১৬৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ৩৮ হাজার ৭৬৪। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৮৮ হাজার ৪২২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ২০ লক্ষ ৫০ হাজার ৩৪০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৮৮ হাজার ৪২২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ২০ লক্ষ ৫০ হাজার ৩৪০।


আরও পড়ুন: Sukanta Majumdar: 'বছর বারো ধরে আমি চুরি করিতেছি এই বাংলার বুকে', প্রতিক্রিয়া সুকান্তর