হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, কলকাতা : বিশাখাপত্তনমে পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যু ঘটনার তদন্তে নামল সিআইডি। দুর্ঘটনা নয়, এই ঘটনাটিতে খুনের অভিযোগ তুলেছে পরিবার। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করে পরিবার। কীভাবে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু? খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে যাবে সিআইডি । 


বিশাখাপত্তনমে বাংলার পড়ুয়ার রহস্য়মৃত্য়ুর ঘটনায় এবার তদন্তভার নিল সিআইডি। নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজিনগরের বাসিন্দা রীতি সাহা। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ১৪ জুলাই, রাত ১১টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গেছে রীতি। 


পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে, সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। পরের দিন বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় রীতির। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। রবিবার, মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও বলেছিলেন'এর শেষ দেখে ছাড়ব, সিআইডি তদন্ত করবে'। 'ওখানকার প্রশাসন সাহায্য করেনি। এটা আত্মহত্যা নয়ে অন্য রহস্য আছে।' , মনে করছে পরিবার।  হস্টেল থেকে ৮ ফুট দূরত্বে দেহ উদ্ধার, তাহলে কীভাবে আত্মহত্যা? প্রশ্ন তুলেছে পরিবার। কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এফআইআর নিতেও গড়িমসি করা হয় বলে অভিযোগ।  

আরও পড়ুন :


'অপরাধী সাজানো হয়েছে', দাবি সৌরভের, 'কাউন্সেলিং হোক' দাবি মনোতোষ, দীপশেখরের আইনজীবীর


এরপর মৃত ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই রবিবার নেতাজিনগর থানায় শিক্ষা প্রতিষ্ঠানে, হস্টেল, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করে পরিবার। এবার সেই মামলার তদন্তভার নিল সিআইডি।


৮ অগাস্ট অন্ধ্রপ্রদেশের আদালতে মামলা করে তারা। এরপরই ১ মাসের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার মৃত ছাত্রীর বাড়িতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। বিষয়টি খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে যাবেন সিআইডির তদন্তকারীরা।

স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। তাই নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল রীতি সাহা।  সেখানে দ্বাদশ শ্রেণিতে পড়ার পাশপাশি, চলছিল নিটে বসার প্রশিক্ষণ। কিন্তু, ডাক্তারি পরীক্ষায় বসার আগে হাসপাতালেই মৃত্যু হয়েছে সেই স্বপ্নের।