ঝিলম করঞ্জাই , কলকাতা : এসএসকেএমে (SSKM ) দেড় বছরের শিশুর সফল অস্ত্রোপচার (Successful Operation) । এক সপ্তাহ পর, শ্বাসযন্ত্র থেকে বেরোল আটকে যাওয়া দারচিনি !
হাসপাতাল সূত্রে খবর, গত শনিবার দেড় বছরের শিশুর শ্বাসযন্ত্রে আটকে যায় দারচিনি। বহরমপুর হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ঘুরে শিশুকে নিয়ে আসা হয় কলকাতার এনআরএসে (NRS) । সেখান থেকে আজ সকালে শিশুকে নিয়ে এসএসকেএমে আসেন পরিবারের সদস্যরা।
ইএনটি বিভাগের চিকিত্সকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন। টেনশনে হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল পরিবারের মানুষজনের। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে কিছুটা যেন হাল ছেড়ে দিয়েছিলেন তাঁরা। শিশুর শ্বাসযন্ত্র থেকে দারচিনি বের করে শিশুকে জীবন ফিরিয়ে দেন এসএসকেএম-এর চিকিৎসকরা। শিশুটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে এসএসকেএম সূত্রে খবর। সন্তানের জীবন ফিরেছে দেখে আপ্লুত পরিবারও।
কলকাতা মেডিক্যাল কলেজে টিউমার-সহ চোখ বাদ দিয়ে প্রাণ বাঁচল ক্যানসার আক্রান্ত শিশুর
চোখের টিউমার (Tumor) দখল করে নিয়েছিল মুখের একটা বড় অংশ। জীবন-মৃত্যুর সঙ্কটের মধ্যে টিউমার-সহ চোখ বাদ গেল ক্যানসার (Cancer) আক্রান্ত একরত্তি শিশুর। প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যালের (Medical College) রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি (Opthalmology)। পুরুলিয়ার (Purulia) কেন্দার বাসিন্দা শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাড়ে ৩ বছরের শিশুর প্রাণঘাতী চোখের ক্যানসার। টিউমার-সহ চোখ বাদ দিয়ে প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যালের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি। বিপদ কাটল পুরুলিয়ার কেন্দার বাসিন্দা একরত্তির।