কলকাতা: অ্যাপোলো হাসপাতালে সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Health Update)। এদিন সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাসপাতাল সূত্রে খবর মেলে, প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি হওয়ার পর তাঁর সিস্ট অপারেশন হয়েছে। অস্ত্রোপচারের পর অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়।                                          


কেমন আছে অভিষেক?


হাসপাতাল সূত্রে জানা যায়, মাইক্রো সার্জারি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সার্জারির পর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল প্যারামিটার স্থিতিশীল। শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। তাঁরাই একটি ছোট অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিন। অস্ত্রোপচারের পর তিনি স্থিতিশীল আছেন।                                


দলীয় কর্মীদের কী বার্তা? 


লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর, দিন কয়েক আগেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে, দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, "বিজয় মানুষকে বিনম্র ও বিনয়ী করে তোলে। আমি তৃণমূলের নেতা ও সদস্যদের সকলকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাকে সম্মান করুন। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনাদেশের জন্য মানুষের কাছে ঋণী এবং তাঁদের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত।''


 





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Alipurduar News: প্রবল বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা