কলকাতা: শুধু নির্বাচনী মরশুমেই নয়, বছরভরই রাজনৈতিক আঁচ অনুভূত হয় আজকাল। উৎসবের মরশুমে কিছুটা হলেও প্রলেপ পড়ল তাতে।কলকাতা থেকে জেলা, রাখি বন্ধন উৎসবে শামিল হলেন রাজনীতিকরাও। জলপাইগুড়ির ধূপগুড়িতে রাখি উৎসবকে সামনে রেখে বিধানসভা উপনির্বাচনের মেগা প্রচার সারলেন সুকান্ত মজুমদার (Sukanta MAjumdar)। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল (TMC) বিধায়ক সূর্যকান্ত অট্টকে রাখি পরালেন মহিলা বিজেপি (BJP) কর্মীরা।  (Rakhi Purnima)


গোটা দেশের পাশাপাশি রাজ্য়েও সাড়ম্বরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। সৌভ্রাতৃত্বের এই উৎসবে মাতলেন রাজনীতিকরাও। বুধবার রাখি বন্ধন উৎসবে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে তাঁর হাতে রাখি পরিয়ে দেয় স্কুল ছাত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়ে মুম্বইয়ে রাখি পূর্ণিমা পালন করেন। বাড়িতে গিয়ে রাখি পরান অমিতাভ বচ্চনকে। তার পর উদ্ধব ঠাকরে থেকে বিজেপি বিরোধী শিবিরের অন্য নেতাদেরও রাখি পরান তিনি। (Raksha Bandhan Celebration)

এদিকে, রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে জলপাইগুড়ির ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচনের প্রচার সারেন সুকান্ত। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্তের হাতে রাঁখি বাঁধেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়। মেদিনীপুরে এলাকার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন। সৌজন্য়ের নজির গড়েন মহিলা বিজেপি কর্মীরাও। তৃণমূল বিধায়ক সূূর্যকান্ত অট্টকে রাখি পরান তাঁরা।


আরও পড়ুন: Mamata Banerjee: স্বাগত জানাতে বেরিয়ে এলেন ঐশ্বর্যা-আরাধ্যাও, অমিতাভের 'জলসা'য় মমতা, রাখি বাঁধলেন 'বিগ বি'র হাতে

কলকাতায় আবার পুরোদস্তুর বাঙালি পোশাকে নিজের ওয়ার্ডে রাখিবন্ধন উৎসবে সামিল হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চেতলা রাখি সঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান পুর ও নগরোন্নয়নমন্ত্রী। লেকটাউন দক্ষিণদাঁড়িতে নিজের বিধানসভা এলাকায় রাখি বন্ধন উৎসবে সামিল হন দমকলমন্ত্রী সুজিত বসু। এলাকার বিভিন্ন ভাষাভাষী মহিলাদের হাতে রাখি পরেন তিনি।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া ও যুব কল্যাণ দফতর আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দেন অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দিব্য়েন্দু বড়ুয়া, ঝুলন গোস্বামী, তিতাস সাধু সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। অরূপ সেখানে বলেন, "বাংলাকে কোনও ভাবে মণিপুর হতে দেব না। মণিপুরে যেভাবে রাজনীতি হচ্ছে, তা বাংলায় নেই। আমরা রবীন্দ্রনাথের বাংলায় বিশ্বাসী।"


এদিন কলকাতা মেডিক্যাল কলেজে রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দেন চিকিৎসক সাংসদ শান্তনু সেন।  সব মিলিয়ে সৌভ্রাতৃত্বের উৎসবে মাতলেন সকল রাজনৈতিক দলের নেতারাই।