কলকাতা : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নানা জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ‘কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।


১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা),


২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা)


৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে)


৪) রাণাঘাট (নদিয়া)


৫) বিষ্ণুপুর (বাঁকুড়া)


৬) বহরমপুর


৭)  কান্দি (মুর্শিদাবাদ)





সেই সঙ্গে তিনি আরও বলেন বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে। দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি বদল
বদল করা হল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও । বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার
। বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বিশ্বজিৎ দাসকে ।শ্রীরামপুরে স্নেহাশিস চক্রবর্তীকে সরিয়ে জেলা সভাপতি করা হল অরিন্দম গুঁইকে । ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল পার্থ ভৌমিককে
। ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম পরে জানানো হবে । কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে । পার্থপ্রতিমের বদলে নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক । দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা সভাপতি হলেন মৃণাল সরকার । দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি ছিলেন উজ্জ্বল দে বসাক ।