কলকাতা: খুদে ইউভান ধীরে ধীরে বড় হচ্ছে। স্কুলে যাচ্ছে, শিখছে পড়াশোনাও। আর ছেলের বড় হওয়ার টুকরো টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দি করতে রাখতে ভালবাসেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সদ্য সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও শেয়ার করলেন নায়িকা। ছোট্ট ইউভান খেলার ছলে দিব্যি বলছে জাতীয় পশু, জাতীয় পাখির নাম। বৃষ্টির দিনে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন গর্বিত মা। 


রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী ইউভানের বেড়ে ওঠার প্রতিটি ধাপ ক্যামেরাবন্দি করে রাখতে ভালবাসেন। সদ্য সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা শুভশ্রী শেয়ার করেছেন, সেখানে তিনি ইউভানকে ধীরে ধীরে প্রশ্ন করছেন। বাইরের দৃশ্য দেখতে দেখতে সাবলীল উত্তরও দিচ্ছেন ইউভান। একাধিক শুভশ্রী বলেছেন, ইউভান অন্যান্য বাচ্চাদের চেয়ে অনেকটাই অ্যাডভান্স। প্রশ্নের উত্তর দেওয়ার আগে অবশ্য নমস্কার করে নিজের পরিচয়ও দিতে শোনা গেল ইউভানকে।


সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছিল আরও একটি ভিডিও। সেখানে দেখা গেল, মাটিতে বসে শঙ্খে ফুঁ দিচ্ছে একরত্তি ইউভান (Yuvaan)। নাহ, শুধু খেলার ছলে নয়, দিব্যি শঙ্খ বাজিয়েও ফেলছে সে! আর সেই দৃশ্যকেই ক্যামেরাবন্দি করলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ভিডিও করতে করতে তাঁর স্বীকারোক্তি, 'আমি তো কখনও বাজাতেই পারলাম না।'


শঙ্খ বাজানো কাজটা সোজা নয় মোটেই। একরত্তি ইউভানের শঙ্খ বাজানোর ভিডিও দেখে অবাক নেটদুনিয়া। রীতিমতো বড়দের মতোই শঙ্খ বাজাচ্ছে এই একরত্তি। আর একবার করে শঙ্খে ফুঁ দিয়েই খুশিতে ঝলমল করে উঠছে সে। সেই দৃশ্য ফ্রেমবন্দি করতে করতে শোনা যাচ্ছে শুভশ্রীর হাসি ও কথাও। নায়িকার একটি ফ্যানপেজ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছিল মিষ্টি এই ভিডিওটি। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। একদিকে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। অন্যদিকে অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের ছেলে ঈশান। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ জনপ্রিয় ইউভান। তাঁর খেলাধুলো থেকে প্রথম স্কুলে যাওয়া, আধো আধো বুলি, বা পড়াশোনা, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ বা শুভশ্রী। নিজেদের পরিবারের আনন্দ ভাগ করে নেন সকলের সঙ্গে। অন্যদিকে, তার জন্ম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন দুনিয়া তোলপাড় হয়ে গেলেও ঈশানের মুখ কোনওদিনই প্রকাশ্যে আনেননি নুসরত বা যশ।