বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে 'খুন'
ময়নার বাকচায় স্ত্রী, ছেলের সামনে মারধর করে, বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে। রাতে তাঁকে উদ্ধার করে ময়না থানার পুলিশ।
GNLF নেতাকে খুনের অভিযোগ
পাহাড়ে GNLF নেতাকে খুনের অভিযোগ উঠল। মৃত রোশন লামা দার্জিলিং-গোর্খা পার্বত্য পরিষদের প্রাক্তন কাউন্সিলর। গতকাল পেডংয়ে নিজের রিসর্ট থেকে স্ত্রী-মেয়েকে নিয়ে ফিরছিলেন GNLF নেতা। অভিযোগ, কালিম্পঙের রামধুরার কাছে রোশন লামার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। তার জেরে বাইক চালকের সঙ্গে বচসা, হাতাহাতি বেধে যায়। GNLF নেতা রোশন লামাকে ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
রোজভ্যালির আড়াইশো কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত
রোজভ্যালিকাণ্ডে এখনও পর্যন্ত ১ হাজার ১১৭ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সম্প্রতি নতুন করে গৌতম কুণ্ডুর সংস্থার প্রায় আড়াইশো কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে রোজভ্যালির এই সমস্ত সম্পত্তি রয়েছে।
শুভেন্দু অধিকারীর ট্যুইট আক্রমণ
তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার
ট্যুইট, '২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহতা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই ব্ল্যাক ডে-র দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে...'
ব্যাহত ট্রেন চলাচল
গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল। সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় আংশিক ব্যাহত হয় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, গড়িয়া স্টেশনের কাছে ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করা হয়। তার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল ৬টা ৪৭ থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। ৮টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া
একের পর এক ঘূর্ণাবর্তের জেরে মাঝ বৈশাখে ভ্যাপসা গরম উধাও। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ অনেকটাই নীচে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। কাল দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
পার্টি অফিস পুনরুদ্ধারে ধুন্ধুমার
সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার নিয়ে রণক্ষেত্র কাশীপুর। সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে তুলকালামকাণ্ড। ধাক্কাধাক্কিতে হাত ভাঙল বহিষ্কৃত সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন :
কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?
ডিজি-কে চিঠি শুভেন্দুর
তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার খরচ নিয়ে প্রশ্ন তুলে ডিজিকে চিঠি শুভেন্দু অধিকারীর। ডিজির কাছে জবাব চাইলেন শুভেন্দু। পুলিশকে তৃণমূলের ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহারের অভিযোগ।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ।
'তিহাড়কেই ঘরবাড়ি ভাবুন'
তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আরও ৩-৪ বছর জেলে থাকতে হতে পারে। অনুব্রতর আসানসোল জেলে ফেরার আবেদনের শুনানিতে মন্তব্য ইডি-র। বাড়ল অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট।
কেদারনাথে আবহাওয়ায় নজর
আবহাওয়ার খোঁজ নিয়ে তবেই কেদারনাথ যাত্রা করুন। পূর্ণ্যার্থীদের উদ্দেশে আবেদন মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয়ের। উত্তরাখণ্ড সরকার এবং মন্দির কমিটির তরফে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চারধাম যাত্রার তদারকিতে খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।