• কালিয়াগঞ্জকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
    কালিয়াগঞ্জকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি-কে ভর্ৎসনা করলেন তিনি। প্রশ্ন তুললেন, 'কেন সক্রিয় ছিল না পুলিশ? 'গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? 'কেন পুলিশ সক্রিয় ছিল না? কেন ঘটল এমন ঘটনা?' নবান্নে রাজ্য পুলিশের ডিজি-কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের। পুলিশের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 


  • স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি

    পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে  আটক করা হল। স্কুলে ক্লাসরুমের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের আটক করে রাখে ওই ব্যক্তি। দুটি পিস্তল, দুটি ছুরি নিয়ে হামলা চালান ওই ব্যক্তি
    আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র এবং অভিভাবকরা। পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক করে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির দাবি, তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন বলে দাবি। 
    ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।


  • কালিয়াগঞ্জে ১৪৪ ধারা

    নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। এর প্রেক্ষিতে কালিয়াগঞ্জ পুরসভার ৪টি ওয়ার্ডে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৪, ৫, ৬ এবং ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। রায়গঞ্জের পুলিশ সুপার চিঠি দিয়ে সব রাজনৈতিক দলকে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে রায়গঞ্জ পুলিশ জেলায় কোনও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না। 


  • কালবৈশাখীর পূর্বাভাস

    আজও রাজ্যজুড়ে বৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী। শুক্রবার থেকে রাজ্যজুড়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। 


  • রাজ্যে ফিরলেন রাজ্য়পাল

    কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে দিল্লি-সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্য়পাল। রাজভবনের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জের ঘটনা সম্পর্কে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন রাজ্য পুলিশের ডিজি।