মহীশূর: রান্নার হাতযশ করতে গিয়ে বোনের থেকে মা-কে এগিয়ে রেখেছিলেন রাহুল গান্ধী। বোন তাতে রেগে যেতে পারেন বলেও ভয় ছিল তাঁর। সেই নিয়ে উচ্চবাচ্য না করলেও, খুন্তি হাতে সটান রান্নাঘরে ঢুকে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। কর্নাটকের হোটেলে ঢুকে দোসা বানালন তিনি। শুধু কড়াইয়ে ব্য়াটার চারিয়ে দেওয়াই নয়, নিখুঁত হাতে খুন্তি দিয়ে তা উল্টেও দিলেন (Karnataka Assembly Elections 2023)। 


সামনেই কর্নাটক বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে প্রচার চলছে জোরকদমে। কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছেন প্রিয়ঙ্কা। তারই ফাঁকে বুধবার মহীশূরের অন্যতম প্রাচীন, মঈলারি হোটেলে ঢুকে পড়েন প্রিয়ঙ্কা। তবে নিজের পেটপুজো করতে নয়, বরং নিজেহাতে হেঁশেল সামলাতে। আয়োজন সব করাই ছিল। ডেকচিতে বাটি ডুবিয়ে ব্যাটার তোলেন প্রিয়ঙ্কা। কড়াইতে ঢেলে চারিয়েও দেন (Priyanka Gandhi Cooks Dosa)। 


প্রিয়ঙ্কার হাতের কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন হোটেলের কর্মীরা


ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। তত ক্ষণ গল্পগুজব করেন হোটেলের কর্মীদের সঙ্গে। তার পর লোহার খুন্তি হাতে তুলে নেন। এক এক করে চওড়া কড়াইয়ে উল্টে-পাল্টে দেন দোসা। রাহুল কী বলবেন, তা পরে জানা যাবে। তবে প্রিয়ঙ্কার হাতের কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন হোটেলের কর্মীরা এবং হেঁশেলে উপস্থিত সকলে। দোসা বানানোর অনুমতি দেওয়ার জন্য হোটেলের মালিককে ধন্যবাদ জানান তিনি। তাঁর পরিবারের সঙ্গে সেলফি-ও তোলেন। হোটেলের কর্মীদের সঙ্গেও কথা বলেন প্রিয়ঙ্কা।



আরও পড়ুন: Evolution Theory:পাঠ্যবই থেকে বাদ পড়ল ডারউইনতত্ত্ব, ফের সমালোচনায় বিদ্ধ NCERT


প্রিয়ঙ্কার দোসা বানানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। বহু মানুষ সেটি শেয়ার করে নিয়েছেন। প্রিয়ঙ্কার প্রশংসাও করেছেন নেট দুনিয়ার মানুষ জন। অবধারিত ভাবে রাহুলের প্রতিক্রিয়া নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন অনেকে। তবে প্রিয়ঙ্কা শুধু রাজনীতিই করেন না, সংসারও দক্ষ হাতেই যে সামলান, দোসা দেখে নিশ্চিত সকলে। 


কর্নাটকে নির্বাচনী প্রচারে প্রিয়ঙ্কার সঙ্গী হয়েছেন  ডিকে শিবকুমার, রণদীপ সিংহ সুরজেওয়ালা। এ বারের কর্নাটক নির্বাচনে মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। বিশেষ করে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে অন্তত ১৫০টি আসন দখলের লক্ষ্যমাত্রা সামনে রেখেছে তারা। বিজেপি-ও মরিয়া চেষ্টা চালাচ্ছে। কারণ গত কয়েক মাসে সেখানে গেরুয়া শিবিরে টালমাটাল অবস্থা লক্ষ্য করা গিয়েছে।


২২৪টি আসনে ভোটগ্রহণ কর্নাটকে, মুখোমুখি কংগ্রেস-বিজেপি


আগামী ১০ মে কর্নাটক বিধানসভার নির্বাচন। ২২৪টি আসনে ভোটগ্রহণ সেখানে। ভোটগ্রহণ হবে একদফাতেই। ভোটগণনা হবে আগামী ১৩ মে। তার আগে কংগ্রেসের তরফে চেষ্টায় কোনও ত্রুটি নেই। মহীশূরে মঙ্গলবারই জনসভা করেন প্রিয়ঙ্কা।  সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। বিরোধীরা তাঁর কবর খুঁড়তে চাইছেন বলে মন্তব্য করেছিলেন মোদি। তাঁর ভাষাশৈলী নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়ঙ্কা।