বদল শুধু ২ মামলায় 


প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। কার এজলাসে শুনানি, তা ঠিক করবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। নিয়োগ দুর্নীতির বাকি মামলা, আগের মতোই শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়


বিচারপতির প্রতিক্রিয়া 


সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, ' সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। আমি শুধু...শেষ কথা আমি বলব যে, সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। এছাড়া আর কী বলব। ' 


'পালাবার লোক নই'


'যে কাজটা ৬ মাসে করছিলাম, সেই কাজটা করতে গিয়ে যদি ৬০ বছরও লেগে যায়, তাহলেও আমার কিছু বলার নেই। সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই। ' সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 


বিজেপির সভা 


আজ রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই আজ রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে বিজেপির এই প্রতিবাদ সভা। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা। 

আরও পড়ুন : 


মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?


দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস


সপ্তাহান্তে ফের মুড বদলাবে আবহাওয়া। আগামী পাঁচদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমা গরম হাওয়ার সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই আবহাওয়ার এই রূপবদল।


অযোগ্য চাকরিপ্রাপকদের তলব 



গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অযোগ্য চাকরিপ্রাপকদের তলব করল সিবিআই। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট যাদের চাকরি বাতিল করেছে, এমন ১০ জনকে সোমবার থেকে ডাকা হয়েছে। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার সময় দুর্ঘটনা


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত ৮ জন কন্যাযাত্রী। গতকাল রাত ১১টা নাগাদ ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়ি করে ধূপগুড়িতে ফিরছিলেন ৮ জন।

আরও পড়ুন : 


গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


তৃণমূল থেকে সিপিএমে


পঞ্চায়েত ভোটের আগে বারাসাতে তৃণমূলের বুথ সভাপতি-সহ প্রায় চারশো জন নেতা, কর্মী নাম লেখালেন সিপিএমে। একইসঙ্গে বারাসাত ২ নম্বর ব্লকের শাসনে পুলিশি পাহারায় ১২ বছর পর ফের খুলল সিপিএমের পার্টি অফিস। 


সুপ্রিম-রায়ে তরজা


সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাল তৃণমূল। পশ্চিমবঙ্গের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়া হল, প্রতিক্রিয়া আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। 


বন‍্ধ ঘিরে ধুন্ধুমার


কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বিজেপির উত্তরবঙ্গ বন্‍ধ ঘিরে ধুন্ধুমার। কোচবিহারে একাধিক জায়গায় সরকারি বাসে চলল ভাঙচুর। শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বনধ সমর্থনকারীদের। মালদা, জলপাইগুড়িতে জোর করে বন্ধ করা হল পোস্ট, অফিস-ব্যাঙ্ক। প্রভাব পড়ল রেল পরিষেবাতেও।