ভাঙড়ে আসছেন অভিষেক, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী


মনোনয়ন ঘিরে ফের অগ্নিগর্ভ ভাঙড়। পুলিশি নিরাপত্তায় মোড়া বিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে বিজয়গঞ্জ বাজারে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি চলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইটবৃষ্টি হয়। বোমার মুখে পিছু হঠে পুলিশ। রক্তাক্ত হন কাশীপুর থানার এক এসআই। বোমার স্প্লিন্টারে এক আইএসএফ কর্মী আহত হন বলে দাবি। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। আইএসএফ প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন আটকাতে তাঁদের লক্ষ্য করে বোমাবাজি শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির দাবি, বোমাবাজির খবর দিতে আসায় তাঁকে আটক করা হয়েছে। বোমা বাঁধার সময় আটক, দাবি পুলিশের। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির দাবি, তাঁদের প্রার্থীদের মনোনয়ন আটকাতেই তৃণমূল হামলা চালায়। ভাঙড়ের ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।


কয়লা পাচার মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন না অভিষেক


কয়লা পাচার মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে জানালেন, তিনি দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে দলীয় কর্মসূচি ও ভোটের কাজ ছেড়ে তাঁর হাজিরা দেওয়া সম্ভব নয়। ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৫ পাতার চিঠি দিয়ে জানালেন অভিষেক।চিঠির সঙ্গে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কপি।


মনোনয়ন পর্বে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ শুভেন্দু অধিকারী


মনোনয়ন পর্বে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নেতৃত্বে এদিন মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১১৬ জন বিজেপি প্রার্থী। ঠাকুরচক থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে যান শুভেন্দু। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এদিন ফের বিরোধী দলনেতার মুখে শোনা যায়,  ‘নো ভোট টু মমতা’ স্লোগান। রক্ত দেব, তৃণমূলকে জায়গা ছাড়ব না, এটা প্রতিরোধের ভোট, বার্তা শুভেন্দুর। মনোনয়ন মিছিল থেকে ওঠে চোর ধরো, জেল ভরো স্লোগান। নন্দীগ্রামের বিধায়ককে পাশে পেয়ে উৎসাহী বিজেপি প্রার্থীরাও। রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।


ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা


ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, বিজেপি প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয় বিডিও অফিস থেকে। মনোনয়ন জমা না দিতে পেরে ফিরে যান তাঁরা। 


বঙ্গে পা রেখেছে বর্ষা


গতকালই বঙ্গে পা রেখেছে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষার গৃহপ্রবেশের দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ থেকে বৃষ্টি বাড়বে। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। অন্যদিকে, শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আর প্যাচপেচে ঘামে নাজেহাল হতে হবে আরও কয়েকটা দিন।