ঠাকুরবাড়িতে ধুন্ধুমার : অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ( Abhishek Banerjee ) ঠাকুরবাড়িতে পা রাখার আগেই ঠাকুরনগরে ( Thakur Nagar ) তুমুল অশান্তি। অভিষেক আসার আগে নাটমন্দির চত্বরে তুলকালাম, ধুন্ধুমার। দফায় দফায় মতুয়া ঠাকুরবাড়ি চত্বরে উত্তেজনা। ঠাকুরবাড়িতে হাতাহাতিতে জড়িয়ে পড়ল মতুয়াদের ( Matua ) দু'পক্ষ।
দরজা বন্ধ করলেন শান্তনু: ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি ছুঁয়ে, জনসংযোগ যাত্রা ( Nabajowar ) নিয়ে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি সেখানে পৌঁছনোর আগেই বাধল তুলকালাম! যার জেরে মতুয়া মন্দিরের মূল ফটকই বন্ধ করে দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
ঠাকুরবাড়িতেও 'চোর' স্লোগান: এবার ঠাকুরনগরেও গরুচোর, কয়লা চোর, গো ব্য়াক স্লোগান! নাটমন্দির থেকে রাজ্য পুলিশকে বের করে দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর!কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাত বাঁধল রাজ্য পুলিশের।
'ঠাকুরবাড়ি' রাজনীতি তরজা: ভোটের আগে কেন ঠাকুরবাড়িতে অভিষেক, প্রশ্ন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। ঠাকুরবাড়ি পৈতৃক সম্পত্তি নয়, শান্তনুকে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
শাহের কাছে অভিযোগ: গাইঘাটা থানার ওসির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ শান্তনু ঠাকুরের। স্বরাষ্ট্রমন্ত্রীর ( Amit Shah ) কাছে অভিযোগ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর।
হেফাজতেই চাইল না পুলিশ: ডোমকলে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে আজ ফের আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করলেও, গতকাল হেফাজতে চেয়ে আবেদন জানায়নি পুলিশ। শুনানিতে গরহাজির থাকলেন সরকারি আইনজীবীও। বাসিরকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
খড়গ্রামে তৃণমূলে 'ভাঙন' : খড়গ্রামে কংগ্রেস নেতা খুন হওয়ার ৩ দিনের মাথায়, শাসকদলের ঘরে ভাঙন ধরাল কংগ্রেস। কংগ্রেস সূত্রের দাবি, তৃণমূলের খড়গ্রাম ব্লকের সাধারণ সম্পাদক পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৭০০ নেতা ও কর্মী যোগ দিয়েছেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে হাত শিবিরে যোগদান।
তৃণমূলের অফিস দখল কংগ্রেসের: বীরভূমের ময়ূরেশ্বরে দলবদলের জেরে, তৃণমূলের পার্টি অফিসের দখল নিল কংগ্রেস। গতকাল মল্লারপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন কয়েকশো কর্মী-সমর্থক। এর পরেই ঝিকোড্ডা গ্রামে পার্টি অফিসে তৃণমূলের প্রতীক মুছে দেয় কংগ্রেস।
বিজেপি-সিপিএমে ভাঙন : হাওড়ার বাগনানে বিজেপি ও সিপিআইএমে বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল। রবিবার বাগনানের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় থেকে প্রায় আড়াইশো পরিবার বিজেপি ও সিপিআইএম ছেড়ে, তৃণমূলে যোগদান করে।
বিজেপি নেতার উপর 'হামলা': পূর্ব বর্ধমানের আউশগ্রামে বিজেপির আহ্বায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে, রাস্তায় বাইক আটকে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।