কলকাতা: আজ দুপুর পর্যন্ত রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ খবরগুলি এক ঝলকে।


রাজ্যজুড়ে সিবিআই হানা:
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। নিউ ব্যারাকপুর, পানিহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভায় সিবিআই। কামারহাটি, হালিশহর, শান্তিপুর, দমদম পুরসভায় সিবিআই তল্লাশি। টাকি, বরানগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই। সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরেও সিবিআই তল্লাশি। ধৃত অয়ন শীলের চুঁচুড়ার বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ১৪টি জায়গায় সিবিআই তল্লাশি। আজ সকালে নিজাম প্যালেস বের হয়ে বিভিন্ন জেলায় পুরসভাগুলিতে হানা দেন সিবিআই অফিসাররা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি অয়ন শীলের চুঁচুড়া ও সল্টলেকের বাড়ি-অফিসেও চলছে তল্লাশি। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, হালিশহর, কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, টাকি, বাদুড়িয়া-সহ ১২টি পুরসভায় হানা দিয়েছে সিবিআই। এছাড়া, নদিয়া জেলার দুটি পুরসভা শান্তিপুর ও কৃষ্ণনগরেও চলছে তল্লাশি।


ফের বদলি দময়ন্তী সেন:
ফের বদলি করা হল IPS অফিসার দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশে। কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার (টু) থেকে, দময়ন্তী সেনকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রাজ্য সরকার সূত্রে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে সাড়া ফেলে দেওয়া একাধিক ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্বে রয়েছেন দময়ন্তী সেন। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী ধর্ষণ-মামলার তদন্তে নজরদারির জন্য, গতবছর এপ্রিলে তাঁকে দায়িত্ব দেয় হাইকোর্ট। এরপর কাকদ্বীপে জোড়া খুনের অভিযোগের ঘটনাতেও, গত জানুয়ারি মাসে দময়ন্তীর নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গত মে মাসে, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর তদন্তেও, এই IPS অফিসারকে নিয়েই হাইকোর্ট সিট গঠন করেছে। 


তাপপ্রবাহের দাপট:
বর্ষার লেট রানে কপাল পুড়েছে বাংলার। মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। জ্যৈষ্ঠের গনগনে রোদের সঙ্গে প্য়াচপেচে ঘাম বাড়িয়ে তুলেছে অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও লক্ষণ নেই। চল্লিশ ছুঁইছুঁই পারদ। পাহাড় সংলগ্ন বাগডোগরার তাপমাত্রা কলকাতার থেকে বেশি। সপ্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার পর্যন্ত পুরুলিয়া,  বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম, লু বইবে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। তাই জ্যৈষ্ঠের জ্বালাপোড়া গরম আর প্যাচপেচে ঘামের থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর। 


নবজোয়ারে 'বিতর্ক':
পঞ্চায়েত ভোটের তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। হুগলির আরামবাগে হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ব্যালট পেপারের ফটোকপি আগেভাগে পূরণ করিয়ে অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট বক্সে ফেলতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আপত্তি জানান ভোট পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মহিলা কর্মী। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ। এই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের অঞ্চল সভাপতি। অন্যদিকে, পুড়শুড়াতে সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলে অভিযোগ ওঠে। কুণাল ঘোষের দাবি, এটা বিচ্ছিন্ন ঘটনা, ভোটাভুটিতে গন্ডগোল হলে তা বাতিল করা হচ্ছে। এতবড় কর্মসূচিতে এমন ঘটনা ছোটখাটো ব্যাপার। 


নতুন রাজ্য নির্বাচন কমিশনার:
নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিন্হা। রাজীব সিন্হার নামেই সিলমোহর রাজভবনের। নবান্নের তরফে প্রথমে রাজীব সিন্হার নাম প্রস্তাব। তারপর সেই নামেই সিলমোহর রাজভবনের।


আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?