আজ সায়নী হাজিরা দেবেন ?


নিয়োগ দুর্নীতি মামলায় আজ সায়নী ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।তবে তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়ে গতকাল রাত পর্যন্ত ইডি আধিকারিকদের কিছু জানানো হয়নি। নি। ইডি সূত্রে দাবি, ধৃত ও বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত নথি থেকেই প্রথমে উঠে আসে সায়নীর নাম। 


' তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা'


ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট।


 গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি


পঞ্চায়েত ভোটের আর বাকি ৮ দিন। তার আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি। দলের টিকিট না পেয়ে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির বারাসাত সাংগাঠনিক জেলা কমিটির ২ সদস্য। এছাড়াও কুমড়া পঞ্চায়েতে একাধিক বিক্ষুব্ধ বিজেপি কর্মী নির্দল প্রার্থী হয়েছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির ২ নির্দল প্রার্থীকে শোকজ করা হয়েছে। 


শুরু অমরনাথ যাত্রা


শুরু হল এবছরের অমরনাথ যাত্রা। জম্মু বেস ক্যাম্প থেকে  প্রথম পর্যায়ের যাত্রার সূচনা করলেন লেফটান্যান্ট গভর্নর মনোজ সিন্হা। পহলগাঁও ও বালতালের উদ্দেশে রওনা দিলেন যাত্রীরা। এদিকে, দুর্ঘটনার কবলে অমরনাথ যাত্রায় নিরাপত্তায় থাকা কবভয়ের গাড়ি। ঘটনায় আহত হয়েছেন জমমু কাশ্মীর পুলিশের এক ডিএসপি সহ ৪ জন। 


অভিন্ন দেওয়ানি বিধির বিল আনতে পারে কেন্দ্র


বাদল অধিবেশনে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। ১৭ জুলাই শুরু হতে পারে সংসদের বাদল অধিবেশন, খবর সূত্রের। বিজেপির দাবি, এক দেশ এক আইন চালু করতেই এই বিল।  আগেই এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  


আজ কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা 


সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আজও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


ভোটের আগে রহস্যমৃত্যু


পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর দেহ। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 
বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি বিজেপির। 
আত্মহত্যার তত্ত্ব শাসক দলের।। 


 


যুব তৃণমূল নেতাকে 'গুলি'


দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি' করার অভিযোগ। বাইকে করে যাওয়ার সময় 'গুলি', লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে হামলা। রাস্তায় পড়ে যাওয়ার পরে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। মেরে যুব তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। 


পদযাত্রায় উত্তেজনা


নয়াগ্রামে শুভেন্দুর  পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। শুভেন্দুকে 
লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। পাল্টা শায়েস্তা করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।


 


শুভেন্দুর ৫ দফা দাওয়াই 


পঞ্চায়েতে ভোট লুঠ ঠেকাতে ৫ দফা দাওয়াই শুভেন্দুর। 'পুলিশ নিয়ে বুথ লুঠ করতে আসতে পারে তৃণমূল'। 'বুথ লুঠ করতে এলে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেবেন'। 'বাক্সে পদ্ম ফুলের সিল লাগাবেন, যাতে ভাঙতে না পারে'। 
'স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় ব্যালট বাক্স পাহারা দিতে হবে।' স্ট্রং রুমের আশপাশের বাড়ি থেকে দূরবীন, ক্যামেরায় নজরদারির দাওয়াই।