কলকাতা: আজ রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে- 

আজ ফের ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর, আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রথমে কটকে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর ভুবনেশ্বর এইমসে গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সন্তানহারার পাশে রাজ্যপাল

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে রাজ্যপাল। বাসন্তীর ছড়ানেখালি গ্রামে গিয়ে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন সি ভি আনন্দ বোস। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন এই গ্রামের ৫ জন। করমণ্ডল-দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। এদের মধ্যে ছিলেন গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর। আজ গ্রামে গিয়ে স্বজনহারাদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। মৃতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা, পরিবারের সদস্যদের জনধন অ্যাকাউন্টে ১০ হাজার এবং আগামী ৬ মাস মৃতদের পরিবার পিছু ২ হাজার টাকা করে দেবেন বলে ঘোষণা করেন সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে শ্রাদ্ধের খরচ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। 

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। লন্ডনগামী বিমানে বোমা রাখা আছে বলে দাবি করেন এক যাত্রী। ছড়ায় আতঙ্ক। ভোররাতে ১৮৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানের ভিতর বোমা রাখা আছে বলে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু না পাওয়ায়, এরপর সকাল ৯টা নাগাদ কলকাতা থেকে উড়ে যায় কাতার এয়ারলাইন্সের বিমান। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ।  

 

স্বরূপনগরে শাসক-সংঘর্ষ

মাদক আইনে জেল-ফেরত অভিযুক্তকে দলের বুথ সভাপতি করার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। পার্টি অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন ব্লক সভাপতি, যুব তৃণমূল নেতা-সহ উভয়পক্ষের ১৫ জন। এদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি। অভিযোগ, মাদক আইনে জেল-ফেরত অভিযুক্তকে দলের বুথ সভাপতি করার প্রতিবাদে সোশাল মিডিয়ায় পোস্ট করেন যুব তৃণমূল নেতা শুভম পাল। তার জেরে তাঁর ওপর হামলা চালায় ব্লক সভাপতির অনুগামীরা। পাল্টা মারধর করে যুব তৃণমূল নেতার সঙ্গীরা। এলাকায় উত্তেজনা থানায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

দেরিতে বর্ষা-প্রবেশ, আগুন গরমে পুড়তে চলেছে বাংলা

আগুন গরমে আরও কয়েকদিন পুড়তে চলেছে বাংলা। কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। আরও ৫ দিন তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। একদিকে লু বইবে, আরেক দিকে প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। ফলে দিনের পর রাতেও অস্বস্তিকর আবহাওয়া। দার্জিলিং জেলার সমতল এলাকা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। ঝাড়খণ্ড ও সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

 

আরও পড়ুন, এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?