কলকাতা: মোদি (Narendra Modi) যতই ইডি (ED)-সিবিআই (CBI) লাগাক, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে (TMC) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পুলিশি নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএম।                  


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 



  • মালদার ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল একজনের। সকাল ৬টা নাগাদ রথবাড়ি এলাকায় নেতাজি পুর বাজারে বাজির দোকানে আগুন লাগে। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়দের দাবি।

  • দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রাম। গতকাল এখানেই তৃণমূল কর্মী মুরিলাল শেখ ও সফিক শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। গ্রামের ভিতরে একই বাড়িতে থাকতেন দুই ভাই। স্থানীয়দের দাবি, বছর পাঁচেক আগে গ্রামের শেষ প্রান্তে এই একতলা বাড়িটি তৈরি করেন মুরিলাল ও সফিক। এই বাড়িতে ধান-সহ চাষের জিনিস মজুত করা হত। তার আড়ালে বোমা তৈরি হত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

  • সোমবার তেতেপুড়ে গিয়েছে রাজ্য। জেলায় জেলায় উত্তুঙ্গ তাপমাত্রা। মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে গরম ও  আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কিন্তু বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • অভিষেককে জিজ্ঞাসাবাদের মামলায় বেঞ্চ বদলের পরও বদলাল না রায়। তবে বদলাল তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে কটাক্ষের সুরে লেখেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। আর এরপরই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।

  • গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। অন্যদিকে, আজ অভিষেকের জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের জবাবে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্য়ায়। জবাব এড়িয়ে নিজের জেলজীবনের কথা টেনে আনলেন তিনি।

  • ২০২৪-এর জুন-জুলাইতেই শুরু হয়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা। জানালেন কলকাতা মেট্রোর জিএম। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চলতি বছরে শুরু করার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

  • রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁর আরামডাঙ্গা। মহিলা পুলিশ কর্মীর ওপর চডাও হওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে। প্রায় ৭ ঘণ্টা রাস্তা অবরোধে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।

  • রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে সপ্তাহান্তে রিপোর্ট চেয়ে গত মাসেই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু, সেই রিপোর্ট রাজভবনে জমা না পড়ায় ফের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদেরকে চিঠি পাঠানো হল রাজভবনের তরফে। এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত।

  • যুদ্ধবিমান থেকে আচমকা খুলে পড়ে গেল এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক। বিশালাকার ধাতব বস্তু দেখতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভিড় জমালেন স্থানীয়রা। পরে কলাইকুণ্ডা এয়ারবেসের আধিকারিকরা গিয়ে ফুয়েল ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যান।

    আরও পড়ুন :


    আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?