ভাঙড়ে আরও বোমা :  ভাঙড়ের বাতাসে বারুদের গন্ধ। রাস্তায় পড়ে গুলির খোল, গুলির বাক্স। আজও উদ্ধার হল একের পর এক বোমা। নিষ্ক্রিয় করল পুলিশ


ভাঙড়ে রাজ্যপাল : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন সিভি আনন্দ বোস। ঘুরে দেখলেন সন্ত্রাস বিধ্বস্ত এলাকা। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। ভাঙড়ের বিডিও অফিসেও যান রাজ্যপাল।  কথা বলেন অফিসের কর্মীদের সঙ্গে।  

বোমা সরালেন নিরাপত্তারক্ষী : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা। তার মধ্যেই ঘটনাস্থলে রাজ্যপাল। সিভি আনন্দ বোসের সামনে থেকে পড়ে থাকা বোমা সরিয়ে নিয়ে গেলেন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান।  


'শান্তিতে মনোনয়ন হয়েছে' : 'কোনও রাজ্যে শান্তিতে কেউ এত নমিনেশন জমা দিতে পারেনি, সিপিএমের সময় শ্মশানের শান্তি, কংগ্রেস শাসিত রাজ্যে কী হয় ?' বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।                         
               


বসিরহাটে মনোনয়ন জমা :  হাইকোর্টের নির্দেশের পর মনোনয়ন জমা দিতে বসিরহাটে মহকুমাশাসকের দফতরে গেলেন বিজেপি প্রার্থীরা। বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বৃদ্ধি করে কলকাতা হাইকোর্ট। মনোনয়ন জমা দিতে গেলেন সন্দেশখালি ১, সন্দেশখালি ২, মিনাখাঁ, এবং হাড়োয়া ব্লকের বিজেপি প্রার্থীরা। 


ভোটের আগেই জয় : ভোটের আগেই জয়। বাঁকুড়ার পাত্রসায়ের, ইন্দাস, কোতুলপুর, জয়পুর পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এই ৪ ব্লকের ৩৭ টি গ্রাম পঞ্চায়েত দখল করল শাসক দল।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় : পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতি তৃণমূলের। ২৪টি আসনের মধ্যে মাত্র ৫টিতে প্রার্থী দিয়েছে বিরোধীরা। এই পঞ্চায়েত সমিতির ৮টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতিতেও বিনা প্রতিদ্বন্দিতায় জয় শাসক দলের।


তৃণমূলে 'ভাঙন'-তরজা : উত্তরবঙ্গে তৃণমূলে ভাঙন অব্যাহত। সাংসদ রাজু বিস্তার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৪০টি পরিবার। দলের কর্মীদেরই তৃণমূলের পতাকা ধরিয়ে প্রচার করছে। পাল্টা দাবি তৃণমূলের।


তৃণমূল থেকে বিজেপিতে : বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল  সাংসদ অসিত মালের ভাইপো রূপেশ মাল  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন  বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলার   জেলা  সভাপতি ধ্রুব সাহা। 


মোহনবাগানের টিডি হাবাস :  মোহনবাগান সুপার জায়ান্ট-এ টেকনিক্যাল ডিরেক্টর পদে এলেন আন্তনিও লোপেজ হাবাস। এই স্প্যানিশ কোচকে দেখা যাবে সবুজ-মেরুনের বিভিন্ন বিভাগের ফুটবল দলের পরামর্শদাতা হিসেবে। স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল টিমকে সাহায্য করবেন তিনি।