মনোনয়ন-কোন্দলে গুলি: কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মনোনয়ন-কোন্দলে গুলি চলার অভিযোগ। জখম তৃণমূল কর্মী লিপটন শেখ। ঘটনার কেন্দ্রে সিতাইয়ের ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ। আক্রান্তের পরিবারের দাবি, এই বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন লিপটনের জেঠতুতো দাদা বাদলা হক। সেই আক্রোশে গতকাল লিপটনকে লক্ষ্য করে গুলি চালান একই বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন।  


তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিরোধ: মালদার গাজোলে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিরোধ। গতকাল রাতে তৃণমূলের ব্লক অফিস ভাঙচুর করা হয়। টিকিট দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, যুব তৃণমূল কর্মীদের পঞ্চায়েত ভোটের টিকিট দিচ্ছেন না তৃণমূলের ব্লক সভাপতি দীনেশ টুডু। এই অভিযোগ তুলেই গতকাল রাতে ব্লক সভাপতির অফিসে তাণ্ডব চালান যুব তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


রাজ্যপালের বার্তা: ভোট যেন হয় অবাধ, শান্তিপূর্ণ। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই কড়া বার্তা রাজ্যপালের।


নিউটাউনে দুর্ঘটনা: সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২। এদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। 


কড়া বার্তা অভিষেকের: মনোনয়ন-অশান্তি নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।  'কেউ মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।' 'কেউ মনোনয়ন জমা দিতে না পারলে দলকে জানান।''তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে' কল্যাণীতে নবজোয়ার যাত্রা শুরুর আগে বার্তা অভিষেকের। 


মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য: নির্মীয়মান বহুতলের ছাদ থেকে পাথর দিয়ে মাথা থেঁতলানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ।


‘রিলে রুমে’ ডিজিটাল তালা: করমণ্ডল দুর্ঘটনা থেকে শিক্ষা। ‘রিলে রুমে’ ডিজিটাল তালা বসাচ্ছে পূর্ব রেল। খোলা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। কাজ শুরু হল ডানকুনি স্টেশন দিয়ে।


সর্বদল বৈঠকের ডাক: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll 2023)। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ছবি। এদিকে বিরোধীদের অভিযোগ, কোনওরকম আলোচনার পথে না গিয়ে নির্বাচন ঘোষণা করেছে কমিশন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে, ১৩ জুন, সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)।


'নো ভোট টু টিএমসি'র ডাক: দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে (Panchayat Elections 2023)। এবার পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। ধৃত নেতাদের মুক্তি না দিলে, এবং কুড়মি সমাজের দাবি না মানলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না। সাফ জানাল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি নিজেদের প্রার্থী দাঁড় করানোর ভাবনাচিন্তাও করছেন কুড়মিরা (Kurmi Agitations)।


দার্জিলিঙে পঞ্চায়েত নির্বাচন: দীর্ঘ দুই দশক পর দার্জিলিঙে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তাতে খুশি পাহাড়ের প্রায় সব রাজনৈতিক দলই। তবে দ্বিস্তরীয় পঞ্চায়েতের পরিবর্তে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচনের পক্ষে সওয়াল করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একইসঙ্গে পাহাড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা (Darjeeling News)।   


আরও পড়ুন: Panchayat Elections 2023: ২২ বছর পর পঞ্চায়েত নির্বাচন পাহাড়ে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে সন্দিহান দার্জিলিংবাসী