আপ-কংগ্রেস তিক্ততা
দিল্লির আমলাদের নিয়ন্ত্রণে কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না কংগ্রেস? মেগা বিরোধী বৈঠকে রাহুল গাঁধী-মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন আম আদমি পার্টির। কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে সিমলায় দ্বিতীয় বৈঠকে থাকবে না, হুঁশিয়ারি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।



জোটবার্তা মমতার


পাটনায় মেগা বৈঠকের পর বিরোধী জোটের বার্তা মমতা বন্দ্য়োপাধ্যায়ের। বিরোধী কণ্ঠস্বর দমাতে সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে। এজেন্সি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা তৃণমূল নেত্রীর। 

কমিশনের রিপোর্ট তলব 
 : মনোনয়ন চলাকালীন ক্য়ানিংয়ে অশান্তির ঘটনায় সোমবারের মধ্য়ে রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে? বিস্মিত প্রধান বিচারপতি।

'বিদ্রোহী' গিয়াসউদ্দিন : পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূলের অন্দরে বিদ্রোহ আরও জোরাল হল। বিধায়ক আবদুল করিম চৌধুরী, হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারীর পর, এবার সরব হলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর অভিযোগ, দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে, তাই ৫০-৫০ ভাগ হয়েছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব।


চোপড়া 'সিদ্ধান্ত' কমিশনের : চোপড়ায় যাঁরা মনোনয়ন দিতে পারেননি তাঁদের মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিক আদালত। কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের ভার রাজ্য় নির্বাচন কমিশনের উপরই ছাড়ল হাইকোর্ট। সোমবারের মধ্য়ে কমিশনকে উপযুক্ত ব্য়বস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।


CBI নির্দেশে স্থগিতাদেশ :  মনোনয়নপত্র বিকৃত করেছেন বিডিও। উলুবেড়িয়ার সিপিএম প্রার্থীদের আনা এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। সোমবার পর্যন্ত অর্ন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

কমিশনকে তদন্ত-নির্দেশ: হজের জন্য় গত ৪ জুন ভারত ছাড়েন মিনাখাঁর তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। হাইকোর্টে জানাল অভিবাসন দফতর। তাহলে কী করে ১২ জুন মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী? রাজ্য় নির্বাচন কমিশনকে তদন্ত করে ২৮ জুনের মধ্য়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।

ভাঙল ২ দশকের ধারাবাহিকতা :  দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেলবন্দি তমলুকের পদুমপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপ-প্রধান। ওই আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। নেতৃত্বের সাফাই, দলীয় নেতা গ্রেফতার হয়েছেন বলে কেউ ওই আসনে প্রার্থী হতে চাননি। নির্দলকে সমর্থন করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।



নির্দলকে বহিষ্কার : 
গঙ্গাজলঘাটিতে টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বিদায়ী পঞ্চায়েত প্রধান। কিন্তু তাঁকে প্রকাশ্য সভায় দল থেকে বহিষ্কার করলেন তৃণমূলের ব্লক সভাপতি! টিকিট না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েতের নির্দল প্রার্থী! দলের নির্দেশেই বহিষ্কার করা হয়েছে বলে দাবি ব্লক সভাপতির।



তৃণমূল নেতা খুনে ধৃত ২ : 
 আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী-সহ ২ জনকে। দলীয় নেতাকে খুনের প্রতিবাদে গতকাল আদ্রা স্টেশন রোডে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।