- নবগ্রামে খুন তৃণমূল নেতা : মনোনয়ন ( Panchayat Poll Nomination ) শেষ হতেই রক্তাক্ত মুর্শিদাবাদ। নবগ্রামে ( Nabagram ) তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধরের পর গুলি করে খুন। কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ। প্রতিবাদে আজ নবগ্রাম বনধের ডাক তৃণমূলের। খুনের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
- ভাঙড়ে বেলাগাম সন্ত্রাস : মনোনয়নের শেষ দিনে ভাঙড়ে বেলাগাম সন্ত্রাস। গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু এক ISF কর্মীর। অভিযোগ, শোনপুর বাজারের কাছে পুলিশি প্রহরায় আসা ISF প্রার্থীদের ওপর হামলা চালায় তৃণমূল ( TMC ) । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
- 'খুন' তৃণমূল কর্মীও : ভাঙড়ে ( Bhangar ) তাঁদেরও এক সমর্থকেরও মৃত্য়ু হয়েছে বলে দাবি করল তৃণমূল। ISF-এর বিরুদ্ধে গেরিলা কায়দায় আক্রমণের অভিযোগ সওকত মোল্লার। পাল্টা, তৃণমূলে বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন নৌশাদ সিদ্দিকি।
- বোমাবাজি দেখল না পুলিশ: ভাঙড়ে পুলিশের সামনেই মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। তবু, চোখেই পড়ছে না বলে দাবি করলেন পুলিশ আধিকারিক। আধঘণ্টার মধ্যে প্রায় ১০০টি বোমা ফাটার অভিযোগ। এমনকি, সংবাদমাধ্য়মকে লক্ষ্য় করেও ছোড়া হয় বোমা।
- ভাঙড়ে অশান্তির আগুন : ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারেও চলল পরপর গুলি। হেলমেট পড়ে, হাতে লাঠি নিয়ে দাপিয়ে বেড়াল তৃণমূলের গুণ্ডাবাহিনী। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক গাড়িতেও।
- ৭ ঘণ্টা 'আটকে' আরাবুল : ভাঙড়ে দিনভর সন্ত্রাস। প্রতিরোধ গড়ল আইএসএফ। তার জেরে প্রায় ৭ ঘণ্টা বিডিও অফিসেই আটকে রইলেন দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। রাত ১১টা নাগাদ পুলিশের ঘেরাটোপে বেরোলেন বিডিও অফিস থেকে।
- বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা : বাসন্তীতে বিজেপি পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর ও লুঠ করা হয় বলে দাবি বিজেপি প্রার্থী অপর্ণা হালদারের। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
- মনোনয়ন-মিছিলে গুলি : উত্তর দিনাজপুরের চোপড়ায় কংগ্রেস-সিপিএমের মিছিলে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ সিপিএম-কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী। মনোনয়নের প্রথম ৫ দিনে চোপড়ায় একটিও মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধীরা। অস্বীকার তৃণমূলের।
- সাহায্যের 'মাশুল' : আমোদপুরে বিজেপিকে মনোনয়নে সাহায্য করার 'মাশুল' গুণতে হল পুলিশকে! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বিডিও অফিসে নিয়ে যাওয়ায়, পুলিশকে লক্ষ্য করে তৃণমূলের পার্টি অফিস থেকে বোমা ছোড়ার অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
- বোমাবাজিতে অভিযুক্ত কংগ্রেস : বোলপুরের লোহাগড়ে ২ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। মনোনয়ন জমা দিয়ে ফেরার পর ২ ভাইকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। এর সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি কংগ্রেসের।
West Bengal Top News : নবগ্রামে খুন তৃণমূল নেতা, ভাঙড়ে বেলাগাম সন্ত্রাস - রাজ্যের ১০ Breaking News একনজরে
ABP Ananda
Updated at:
16 Jun 2023 07:30 AM (IST)
ভাঙড়ে অশান্তির আগুন
নবগ্রামে খুন তৃণমূল নেতা
ভাঙড়ে বেলাগাম সন্ত্রাস
আরও খবর
West Bengal Top News
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
16 Jun 2023 07:30 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -