ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বোমা-গুলি-হিংসা-মৃত্যু। মনোনয়ন পর্বের শেষদিন সহ টানা চারদিন ধরে অশান্ত থাকল ভাঙড় (Bhangar)। কার্যত দৃষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ভাঙড়ে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) সামনে ধর্নায় বসার পর নির্বাচন কমিশনার রাজীব সিনহার গাড়ি আটকে ক্ষোভ উগরে দিলেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। পাশাপাশি নিজের প্রাণনাশের আশঙ্কা করে কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তার আবেদনও জানিয়েছেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। দুশ্চিন্তা প্রকাশ করলেন দলীয় সতীর্থদের নিয়ে। সঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ।


নৌশাদ সিদ্দিকির দাবি, 'বাড়ি বাড়ি গিয়ে আইএসএফ-র প্রার্থী প্রস্তাবকদের হুমকি দিচ্ছে পুলিশ। অ্যারেস্ট করা হচ্ছে তাঁদের। আর বাড়িতে না থাকলে অকথ্য ভাষায় আক্রমণ শানানো হচ্ছে।' ভাঙড়ের আইএসএফ বিধায়কের কথায়, 'রাজ্য পুলিশের বদনাম করতে চাই না। কিন্তু এত রাজনীতি সেখানে ঢুকে গেছে ও তাঁরা যা সমস্ত কাজকর্ম করছে বলতে বাধ্য হচ্ছি। তবে দেশে আইন-কানুন রয়েছে। আশা রাখি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোট করানোর ভূমিকা নেবে রাজ্য পুলিশ।'


রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধর্নার মাঝে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন নৌশাদ। আইএসএফ বিধায়কের কথায়, 'রাজ্য সরকারকে বারবার নিরাপত্তার কথা বললেও তারা কিছুই করেনি। আমি প্রাণনাশের আশঙ্কা করছি, তাই কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তার জন্য দ্বারস্থ হচ্ছি। নিজের, নিজেদের অধিকারের কথা বলার জন্যই তো বঞ্চিত হতে হচ্ছে। এবার তো টার্গেট হয়ে যাচ্ছি।' উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে পুলিশের সামনেই গুলি-বোমা চালায় দৃষ্কৃতীরা। আইএসএফ-তৃণমূলের ২জন খুন হন। বিডিও অফিসের কাছেই মেলে আরেক তৃণমূল সমর্থকের দেহ। 


ব্যক্তিগতস্তরে তাঁর সঙ্গে, আইএসএফ কর্মীদের সঙ্গে যে ঘটনাক্রম চলছে সমস্তটা একসঙ্গে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ আকারে পেশের কথাও বলেছেন নৌশাদ সিদ্দিকি। প্রসঙ্গত, ভাঙড় টানা অশান্ত থাকার জেরে বুধবার নবান্নে পৌঁছে গিয়েছিলেন সেখানকার বিধায়ক নৌশাদ সিদ্দিকি। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে দেখা করে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য়ই গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নৌশাদের। 


আরও পড়ুন- 'কোর্ট যা অর্ডার দিয়েছে আমরা মেনে চলব' আদালতের বাহিনী-নির্দেশে বার্তা কমিশনারের