অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : অ্যাপ ক্যাব (App Cab) নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য সরকার (West Bengal Government)। ভাড়া বেঁধে দিল পরিবহণ দফতর (West Bengal Tranport Deaprtment)। সরকারি নির্দেশ মতো, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। সর্বাধিক প্রতি কিমি (Maximum Price per K.M.) নেওয়া যাবে ২৮ টাকা। চালক যেখান থেকে যাত্রীকে (Passenger) তুলবেন তা ৩ কিলোমিটারের বেশি হলে তবেই নেওয়া যাবে তার চার্জ। বুক করার পর গাড়ি ক্যানসেল (Cancellation Fee) করলে ভাড়ার ১০% ক্যানসেল ফি দিতে হবে যাত্রীকে।


পাশাপাশি, প্রতি গাড়িতে থাকতেই হবে ভেহিক্যাল ট্র‍্যাকিং সিস্টেম (Vehichle Tracking System)। চালকের থাকতে হবে ২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। সরকার স্পষ্ট করে দিয়েছে, রাজ্যেই থাকবে পরিষেবার ডেটা সার্ভার (Data server)। যাতে সরকার প্রয়োজনে সেই ডেটা দেখতে পায়। ডেটা থাকবে কমপক্ষে ৩ মাস, সর্বাধিক ২ বছর। চালকদের ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দিতে হবে সংস্থাকে। পরিবহণ দফতরের দাবি, দেশে প্রথম অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণ করল এই রাজ্য।


প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য সরকার ট্রাফিক বিধি ভাঙার জরিমানা এক লাফে কয়েক গুণ বাড়িয়েছে। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং বিমা, বৈধ নথি ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে আগে জরিমানা ছিল ৫০০ টাকা। বর্তমান নির্দেশিকায় সেই অঙ্কের পরিমাণ একই রাখা হলেও, বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আইন ভাঙার জরিমানা। আগে যা ছিল ৫০০ টাকা, এখন তাকে বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার টাকা।


গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জারিমানা ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। আগে তা ছিল ৫০০ টাকা। সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানা আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা। 


আরও পড়ুন- অ্যাপ ক্যাবে যাতায়াত করলে অবশ্যই জানুন এই বিষয়, না হলে নিচ্ছেন ঝুঁকি