আশাবুল হোসেন, কলকাতা : পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য রাজনীতিতে ফের হেভিওয়েট দল পরিবর্তন ? জল্পনা উসকে মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপির দুই বিধায়ক। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সঙ্গে দুই বিধায়কের ঘণ্টাখানেকের বেশি সময় ধরেই বৈঠক চলেছে বলে খবর।


হাইপ্রোফাইল বৈঠক, জারি জল্পনা


সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের এক তারকা বিধায়ক ও উত্তরবঙ্গের অপর বিধায়ক দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দলবদল করলে তাঁরা তৃণমূল কংগ্রেসে কী পদ পেতে পারেন, তাঁদের ঘাসফুল শিবিরে ঠিক কী ভূমিকা হতে পারে, সেই নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। আর একদিকে যখন বিজেপির গঙ্গা আরতি নিয়ে সরগরম রইল বাবুঘাট, তখন তার থেকে কিছুটা দূরে ক্যামাক স্ট্রিটের বৈঠর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


'দরজা খুলব ঠিক সময়ে'


ডায়মন্ড হারবার সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার হুমকি দিয়েছেন, তৃণমূল কংগ্রেস দরজা খুললে উঠে যাবে বিজেপি দলটাই। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে দলীয় কর্মীদের জিগ্গেস করেছিলেন, দরজা কী খুলব ? যার উত্তরে সমস্বরে হ্যাঁ পেয়ে দলীয় কর্মীদের আশ্বস্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ঠিক সময় দরজা খুলবে দল।                                                                                         


প্রসঙ্গত, বিজেপি ছাড়ার পর প্রথমে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বৈঠক করেছিলেন বাবুল সুপ্রিয়। যারপর কিছুদিন পরেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, পঞ্চায়েত বোটের প্রাক্কালে আবারও দুই বিজেপি বিধায়ক অভিষেকের সঙ্গে দেখা করায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 


আরও পড়ুন- 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' পাশাপাশি  ‘যোগ্য প্রার্থী মনে করলে, যে কারও নাম ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে জানান’ বলেও বার্তা দিয়েছিলেন তিনি।