ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রাজ্যে দুই কাউন্সিলরের খুনের পর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য। সোমবারও নবান্নে এই নিয়ে বৈঠক হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা, ডিআইজি-সিআইডির কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এবার রাজ্যের পরিস্থিতি থেকে অত্যন্ত উদ্বেগজনক, এবার তা মানলেন মুখ্যসচিব, এমনটাই খবর সূত্রের।
মুখ্যসচিবের নেতৃত্বে এদিন ডিএম, এসপি, স্বরাষ্ট্র আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। কী কী জানান হয়েছে সেই বৈঠকে?
- ‘রাজ্যের সর্বত্র পুর বোর্ড গঠন করতে হবে শান্তিতে’
- ‘রাজনৈতিক সংঘর্ষের মোকাবিলা করতে হবে কড়া হাতে’
- ‘গোয়েন্দা দফতরকে আরও তত্পর হতে হবে’
- ‘আনিসকাণ্ডের মতো ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নিয়ে অভিযোগ আসছে’
- ‘সিভিক ভলান্টিয়ারদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে’
- ‘রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে’
আরও পড়ুন, ডাক্তারদের নতুন বদলি নীতি স্বাস্থ্য দফতরের, বিশাল সুবিধা ঘোষণা
সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় গণ্ডগোল করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। অশান্তির ঘটনায় রং না দেখে পদক্ষেপ নিতে হবে’। এরপর প্রশাসনিক বৈঠকের পরে ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে বৈঠকও হয়। সেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শেষ দেখে ছাড়ব, কেউ ছাড়া পাবে না, সবাই শাস্তি পাবে। এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি কাসেম সিদ্দিকির।
এদিকে, দুই নেতার মৃত্যুর মধ্যেই পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় প্রকাশ্যে এসেছে একটি অডিও ক্লিপ। নিহত কংগ্রেস কাউন্সিলরের এক ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে এক ব্যক্তির ফোনে কথোপকথনের অডিও সামনে এসেছে। মিঠুনই ওই অডিও ক্লিপ সামনে এনেছেন। মিঠুনের দাবি, তাঁর সঙ্গে ফোনে কথা হয় ঝালদা থানার আইসি-র। অডিও ক্লিপে দ্বিতীয় কণ্ঠকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলের টিকিটে জেতা প্রার্থীই চেয়ারম্যান হবেন। তবে ভাইস চেয়ারম্যানের ব্যবস্থা তিনি করতে পারেন। অভিযোগ, এই দ্বিতীয় কণ্ঠস্বর ঝালদা থানার আইসি-র। যদিও এই অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।