কলকাতা: সোমবার RG কর মামলার (RG kar doctor death case) দ্বিতীয় শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করলেও মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ফের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই নির্দেশে হতাশা প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। এই বিষয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসদের পাশে থাকারও বার্তা দিল তারা। কর্মবিরতির জন্য রাজ্যে যে সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে বলে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারের আইনজীবী কপিল সিব্বাল যে দাবি জানিয়েছেন তা সত্যি নয় বলে দাবি করা হয় তাদের তরফে।


আরও পড়ুন: RG Kar News: 'আমার ঘরেও মেয়ে দুর্গাপুজো করত, সেই প্রদীপ আর কখনও জ্বলবে না', মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা' প্রসঙ্গে মন্তব্য নির্যাতিতার মায়ের


সোমবার সুপ্রিম কোর্টে RG কর শুনানি শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বাল জানান, পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কর্মবিরতির জেরে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চিকিৎসকদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, এখনও জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: East Burdwan News: সরাসরি অভিযোগ জানাবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে ? জেনে নিন উপায়


শুনানির পর রাজ্যের আন্দোলনরত চিকিৎসকরা বারবার দাবি করেন, একটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা শুধু জুনিয়র চিকিৎসকদের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। সেক্ষেত্রে আরও চিকিৎসক নিয়োগ করা প্রশাসনের দায়িত্ব। এছাড়াও তাঁরা বারবার উল্লেখ করেন, রাজ্যজুড়ে একাধিক জায়গায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আর সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সিনিয়র চিকিৎসকরা ডিউটি করছেন।


আরও পড়ুন: Jawhar Sircar Resignation:"মানুষের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে এসেছে", ইস্তফার পর প্রথমবার এবিপি আনন্দে আর কী বললেন জহর সরকার


তারপরও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে তাঁরা কাজে না ফিরলে রাজ্য সরকার যা পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে আদালতের। দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশই হতাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক এবং রাজ্যের অসংখ্য সাধারণ মানুষকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Agitation Against CBI: তদন্তে দেরির অভিযোগ, RG করে সিবিআইকে ঘিরে বিক্ষোভ