সঞ্চয়ন মিত্র, কলকাতা : কোকিলের ডাক, পলাশ-শিমূলের রঙের খেলা, নীল আকাশ আর মৃদু ঠাণ্ডা হাওয়া। বসন্তের এই ছবি কোথায়? বারবার রূপ বদলাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।  রবিবার ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল।


ঝড়-বৃষ্টি ভোগাতে পারে আগামী সপ্তাহের শুরুটা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে কয়েকটি জেলায়।  শুক্র- শনি পরিষ্কার আকাশ থাকলেও রবিবার বদলাবে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও ।

দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিত    


দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে 



  • মেদিনীপুর

  • বর্ধমান

  • ঝাড়গ্রাম

  • পুরুলিয়া

  • বাঁকুড়া

  • বীরভূম

  • মুর্শিদাবাদে।


উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি 


উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে আপাতত। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে । শনিবার বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


কলকাতার আবহাওয়া


কলকাতায় আপাতত পরিস্কার আকাশ থাকবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে মহানগরে। রবিবার থেকে ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে । রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে