অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা। রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। শোনা গেল জয় শ্রীরাম স্লোগান।
সন্দেশখালিতে উৎসবের মেজাজ: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে সন্দেশখালি। তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাতে দফায় দফায় ছড়ায় উত্তেজনা। আর শেখ শাহজাহান গ্রেফতার হতেই একেবারে ভিন্ন ছবি সন্দেশখালির মাটিতে। সন্দেশখালির ঘোজাপাড়ায় একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা। আবির মাখিয়ে, আতসবাজি ফাটিয়ে উৎসবে মাতলেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।'
কী বলছেন স্থানীয়রা?
শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে এতদিন দাবি জানিয়েছেন তাঁরা। আর শেষমেশ গ্রেফতার করা হল সন্দেশখালির 'ত্রাসকে'। স্থানীয়রা বলছেন, “শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না।বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।’’ স্থানীয়দের প্রশ্ন, “বলা হয়েছে মিথ্যে অভিযোগ। তাহলে কেন পালিয়ে বেড়াচ্ছিল?’’
এদিকে শেখ শাহজাহানকে গ্রেফতারির পর এই প্রথম সন্দেশখালি ১ নম্বর ব্লকেও জারি করা হল ১৪৪ ধারা। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন এলাকা-সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৬টি জায়গায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর পাশাপাশি, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৩টি এলাকায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর মধ্যে কয়েকটি এলাকার ১৪৪ ধারা মেয়াদ বাড়ানো হয়েছে। সন্দেশখালির দুটি ব্লক মিলিয়ে ৪৯টি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।