কলকাতা: চৈত্রেই প্রবল দহনজ্বালায় হাঁসফাঁস অবস্থা ছিল দক্ষিণবঙ্গের। বেলা গড়ালেই সূর্যের তাপে যেন জৈষ্ঠ্যের গরম অনুভূত হচ্ছিল গাঙ্গেয় জেলাগুলিতে। এরই মধ্যে পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতের জেরে মৃত্যুও হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আজ কালবৈশাখীর পূর্বাভাসের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। 


শুধু রবিবারেই নয় সপ্তাহের প্রথম দিনেও দুর্যোগের মেঘ থাকবে বলেই জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই খবর।  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে বলে জানান হয়েছে। 


দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ  বৃষ্টি; শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,  জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি। দমকা ঝড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।


জেলায় জেলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতি



  • হুগলির তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এদিন  সকালে কৃষি জমিতে অন্যান্যদের সঙ্গে কাজে গিয়েছিলেন ওই যুবক। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতের সময় প্রায় অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

  • উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার বর্ণবেড়িয়াতে নেপাল হালদার নামে এক কৃষক এদিন সকালে মাঠে কাজ করতে যান । সেখানেই বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে । মৃত নেপাল হালদারের বয়স ৩৮ বছর ।

  • সাময়িক ঝড়ে লন্ডভন্ড জামালপুরের একাধিক এলাকা। ঝড়ে উড়ে গিয়েছে একাধিক ঘরের চাল, ঝড়ের অস্থায়ী সেতু থেকে নীচে পড়ে যায় চারচাকা গাড়ি, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি ও গাছ। এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে যান বিডিও জামালপুর ও অন্যান্য জনপ্রতিনিধিরা।

  • ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি, বাজ পড়ে ভেঙে গিয়েছে স্তম্ভের একাংশ। সেই ভাঙা অংশ উপর থেকে ছিটকে পড়ে রাস্তায়। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে