iPhone 14 Offers: নতুন আইফোন (Apple iPhone) কেনার পরিকল্পনা থাকলে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ায় (Amazon India) রয়েছে দুর্দান্ত সুযোগ। আপনি আইফোন ১৪ (iPhone 14) কিনতে পারবেন ৫৫,৯৯৯ টাকায়, যেখানে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৬৯,৯০০ টাকায়। অ্যামাজন ইন্ডিয়া আইফোন ১৪- র মার্কেট রেট প্রাইসের উপর ১৬ শতাংশ ছাড় দিচ্ছে। তার ফলে প্রাথমিক ভাবে দাম কমে হয়েছে ৫৮,৯৯৯ টাকা। এছাড়াও এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে আইফোন ১৪ কিনলে আরও ৩০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ৫৫,৯৯৯ টাকা। এখানেই শেষ নয়। এর পরেও রয়েছে এক্সচেঞ্জ অফার। অ্যাপেল সংস্থা এক্সচেঞ্জ অফারে ৪২,৯০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ক্রেতাদের। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৪ কিনলেও ভাল ছাড় পাবেন। তবে যে ফোনটি এক্সচেঞ্জ করছেন সেটি কী অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ। যদি আপনি একটি বাজেট স্মার্টফোন কিংবা মিড-রেঞ্জের ফোন এক্সচেঞ্জ করেন তাহলেও সব ছাড় মিলিয়ে ৫০ হাজার টাকার কমে আইফোন ১৪ কেনার সুযোগ পাবেন আপনি। 


আইফোন ১৪- র স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির একটি Super Retina XDR ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি সেরামিক শিল্ড প্রোটেকশন। spills and splashes- এর ক্ষেত্রে এই ফোন রেজিসট্যান্ট।

  • আইফোন ১৪- তে রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ।

  • মিডনাইট, পার্পল, স্টারলাইট, প্রোডাক্ট রেড এবং ব্লু- এই পাঁচ রঙে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৪।

  • আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের লাওট্রা ওয়াইড সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েচেহ ১২ মেগাপিক্সেলের TrueDepth ফ্রন্ট ক্যামেরা সেনসর। সিনেম্যাটিক মোডে এই ফোনে ছবি এবং ভিডিও তোলা যাবে। 4K Dolby Vision সাপোর্ট রয়েছে আইফোন ১৪- র ক্যামেরা ফিচারে। এছাড়াও রয়েছে একটি অ্যাকশন মোড।

  • ৫জি সাপোর্ট যুক্ত এই আইফোনে রায় ২০ ঘণ্টার ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যায়। ফেস আইডি আনলক ফিচার রয়েছে ইউজারদের নিরাপত্তার জন্য।


আরও পড়ুন- আধারের মাধ্যমে রেশন দোকান পরিবর্তন করুন কয়েক ক্লিকে, অনলাইনে কীভাবে করবেন কাজ, দেখে নিন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।