গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। দুর্যোগ এড়াতে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে।


নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা


রাতভর বৃষ্টি হয়েছে জেলাজুড়ে। সকাল থেকে দফায় দফায় টানা বৃষ্টি চলছে জেলায়। বৃষ্টির পাশাপাশি সুন্দরবনের উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পাশাপাশি জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। টানা বৃষ্টি ও জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, গোসাবায় বাঁধে ধস নেমেছে। অনেক এলাকায় জল ঢুকছে। আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবী সংগঠনগুলি ইতিমধ্যে মৎস্যজীবী ট্রলারদের ফিরে আসার নির্দেশ দিয়েছে।


রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে


আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। মূলত নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। গতকালই বাঁকুড়ার বিষ্ণুপুরে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


আরও পড়ুন, RG কর-কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শো কজ নোটিস শিক্ষা দফতরের


গঙ্গা সাগরের সমুদ্রতট পূর্বে কয়েকটা কটালে ব্যাপকভাবে ভাঙন হয়েছিল


গতকাল  থেকেই দেখতে পাওয়া গিয়েছে, সুন্দরবনের যে সমস্ত নদী বাধ, গত কয়েকটা কটালের জেরে বেহাল অবস্থা ছিল, সেই সমস্ত নদী বাধ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে, এবং ধস নেমেছে একাধিক জায়গায়। বিশেষ করে নামখানা ব্লকের যে নামখানা পঞ্চায়েত রয়েছে, এবং সেই পঞ্চায়েত এলাকায় যে নদী বাধ রয়েছে, সেখানে ধস নেমেছে। গঙ্গা সাগরের সমুদ্রতট পূর্বে কয়েকটা কটালে ব্যাপকভাবে ভাঙন হয়েছিল, গতকাল সেখানে সাগরের সমুদ্রতটের ভাঙন পর্যবেক্ষণে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।