কলকাতা: মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই অতিশক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ল বাংলায়। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। টানা ২ ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। তবে বিপদ এখনই কাটছে না শহর থেকে জেলায়। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমার পাশাপাশি হাওড়া-হুগলি এবং দুই ২৪ পরগনাকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। 


দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। 


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও লাল সতর্কতা জারি আছে। সোমবারও ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে এই সব জেলায়। নদিয়া-মুর্শিদাবাদেও আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। 


আরও পড়ুন, আছড়ে পড়ল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল


অন্যদিকে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদা, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ২৮ তারিখ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে।  


এদিকে, সাইক্লোনের ল্যান্ডফলের পরে জেলায় জেলায় দুর্যোগ। জায়গায় জায়গায় ভাঙল গাছ। হেলে পড়ল সিগন্যাল পোস্ট। কবি নজরুলে উড়ে গেল মেট্রোর শেড। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বিপত্তি।                                                  


অন্যদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে উড়বে না কোনও বিমান। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। সতর্কতা হিসাবে কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার পরিস্থিতি বুঝে ফের পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে