কলকাতা: রেমাল-আশঙ্কায় কাঁপছে বাংলা (West Bengal)। সুন্দরবনে মাতলা নদীর মোহনায় (Remal Landfall) ল্যান্ডফল হতে চলেছে রেমালের। ইতিমধ্যেই সুন্দরবন (Remal landfall Sundarban), উপকূল এলাকা, কলকাতা ও লাগোয়া এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, ইতিউতি বৃষ্টি (Rain Weather)। এই ঘূর্ণিঝড় রেমালের ধাক্কা সামলানোর জন্য কতটা প্রস্ততি নেওয়া হয়েছে- সেসব খতিয়ে দেখতে রবিবার রিভিউ মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। 


সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি। সংবাদমাধ্য়ম সূত্রের খবর, PMO থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে- ভারত সরকার রাজ্য সরকারগুলির পাশে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে হবে, ল্যান্ডফলের পরে কোনওরকম প্রয়োজনে পদক্ষেপ করতে হবে।   


 



রবিবার রাতেই ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। IMD-এর তথ্য অনুযায়ী, মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। IMD-এর তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কারণেই ত্রিপুরাতেও আবহাওয়া বিগরোতে পারে। ২৬-২৭ মে ত্রিপুরা জুড়ে বজ্রবিদ্যুৎ-বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ২৭-২৮ মে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD. 


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই যাবে। এটি আরও শক্তি বাড়াবে। আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলকে পার করবে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলার কাছে দক্ষিণ পশ্চিম দিকে, অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।'


পশ্চিমবঙ্গে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব রেলওয়ের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে উড়বে না কোনও বিমান। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। রবিবার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে সমস্ত উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। এর ফলে ভোগান্তির শিকার হন হাজার হাজার বিমানযাত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফিরবে না তো আমফান-স্মৃতি? রেমাল-ধাক্কা কাটাতে কেমন প্রস্তুতি কলকাতায়?